Tollywood Gossip: ‘বোটক্স করে মুখটা শেষ’, ট্রোলারদের উদ্দেশে বিস্ফোরক প্রতিবাদ শুভশ্রীর, দেখালেন মধ্যমা!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 02, 2023 | 6:15 PM

Tollywood Gossip: বহুদিন থেকেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় ট্রোলারদের প্রিয় 'টপিক'। তিনি যাই করেন, তাই নিয়েই হয় কটাক্ষ। বাংলা সিনেমার প্রথম সারির এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। এবার সেই সব সমালোচকদের উদ্দেশে বিস্ফোরক প্রতিবাদ শুভশ্রীর। সকলের সামনেই, ইমেজের চিন্তা না করেই দেখালেন মধ্যমা!

Tollywood Gossip: বোটক্স করে মুখটা শেষ, ট্রোলারদের উদ্দেশে বিস্ফোরক প্রতিবাদ শুভশ্রীর, দেখালেন মধ্যমা!
মধ্যমা দেখালেন শুভশ্রী

Follow Us

বহুদিন থেকেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় ট্রোলারদের প্রিয় ‘টপিক’। তিনি যাই করেন, তাই নিয়েই হয় কটাক্ষ। বাংলা সিনেমার প্রথম সারির এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। এবার সেই সব সমালোচকদের উদ্দেশে বিস্ফোরক প্রতিবাদ শুভশ্রীর। সকলের সামনেই, ইমেজের চিন্তা না করেই দেখালেন মধ্যমা! শুভশ্রীর ওই কাজের পরেই সামাজিক মাধ্যমে বইছে ঝড়! তাতে অবশ্য থোড়াই কেয়ার তাঁর। একটি ভিডিয়ো শেয়ার করেছেন শুভশ্রী।

এতদিন রূপ, দায়িত্ব আরও নানা বিষয় নিয়ে তাঁকে যা যা কিছু শুনতে হয়েছে সেই সব কমেন্টকেই একত্রিত করেছেন তিনি। এই যেমন নায়িকাকে শুনতে হয়েছে, “মোটা হয়ে গিয়েছ! আর হিরোইন মানাবে না। এবার থেকে শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে হবে।” অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করায় শুনতে হয়েছে, ‘বাচ্চার দিকে নজর দাও’। বা শুনতে হয়েছে, বোটক্স করে করে মুখের তো বারোটা বাজিয়ে দিয়েছ। এবার এই সব লাগাতার ট্রোলিংয়ের প্রতিবাদ হিসেবেই মধ্যমা দেখালেন নায়িকা! একই সঙ্গে বুঝিয়ে দিলেন, এই নানা সমালোচনায় আদপে কিছুই যায় আসে না তাঁর।

শুভশ্রীর এই প্রতিবাদে সামিল হয়েছেন বন্ধু মৌনী রায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। মৌনী লিখেছেন, “এই জন্যই তো আমরা বন্ধু”। ট্রোলিংকে কোনও কালেই পাত্তা দিতে পছন্দ করেন না শুভশ্রী। দু’দিন আগেই মা হয়েছেন তিনি। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। নাম রেখেছে ইয়ালিনী, যার অর্থ মা সরস্বতী। আপাতত ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনীকে নিয়েই ব্যস্ত নায়িকা।

 

 

Next Article