
এবার শুভাশিসের নায়িকা রোশনি! পোড় খাওয়া অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের কথাই হচ্ছে। তিনি নতুন একটা ছবি করছেন, যেখানে অভিনেত্রী রোশনি ভট্টাচার্যর সঙ্গে রোম্যান্টিক হয়ে উঠবেন। ছবির পরিচালনা করছেন রাজু মজুমদার। তাঁর বক্তব্য, ”আমাদের গল্পের প্রেক্ষাপট আজকের আধুনিক গ্রাম, যেখানে সবার হাতেই পৌঁছে গেছে মুঠোফোন, প্রযুক্তি। এমনই এক গ্রামের বছর আশির এক বৃদ্ধ, ফণী ঘোষ তার স্ত্রী সুন্দরী, তার পরিবার, প্রতিবেশী এইসব কিছুকে কেন্দ্র করেই আমাদের গল্প আবর্তিত হবে।”
রাজু যোগ করলেন, ”গল্পের কেন্দ্রীয় চরিত্র ফণীবাবু, জীবন সংগ্রামে বহু ওঠাপড়া, ভালো মন্দের মাঝেও নিজের পরিবারের প্রতি তিনি ছিলেন দায়বদ্ধ। আর তাই, বহু কষ্টে তিলতিল করে জমিজমা, নিজস্ব বাড়ি সবই তার পরিবারের জন্য করেছেন। কিন্তু মজার বিষয় হলো, বর্তমানে বয়সজনিত কারণে পরিবার, প্রতিবেশী সবার কাছেই সে হয়ে গিয়েছে বোঝা। এইরকমই পরিস্থিতির মাঝে হঠাৎ একদিন রাতারাতি ফণীবাবু হয়ে যান ভাইরাল, মানে তিনি হয়ে যান সোশ্যাল মিডিয়া স্টার! এই ফণীবাবুর অতীত বর্তমান, রিল-রিয়েল লাইফের গল্পই মজার ছলে বলা হবে “ফণীবাবু ভাইরাল” সিনেমায়।”
এই ছবিতে সুর দিয়েছেন সমীধ মুখোপাধ্যায় ও দেবদীপ মুখোপাধ্যায়। কন্ঠ দিয়েছেন রুপঙ্কর বাগচী, উর্ভি মুখোপাধ্যায়, পৌষালী বন্দ্যোপাধ্যায়, সমীধ মুখোপাধ্যায়। খরাজ মুখোপাধ্যায় আর কাঞ্চন মল্লিকের মতো নামী অভিনেতাদের দেখা যাবে এই ছবিতে। পরিচালক অপেক্ষাকৃত নতুন। লকডাউনের সময় থেকে এই চিত্রনাট্য লেখার কাজ করছেন তিনি। অবশেষে সেটা ছবি হিসাবে আসতে চলেছে দর্শকদের সামনে।