রঙে রঙিন আদির দোল, সঙ্গী মা সুদীপা চট্টোপাধ্যায়

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 28, 2021 | 5:44 PM

করোনা আতঙ্কের কারণে বাইরে বেরনোর সম্ভবনা নেই। সে কারণেই বাড়ির ছাদে ছেলেকে নিয়ে দোল খেললেন সুদীপা। রঙে রঙিন আদি নাকি খুবই উত্তেজিত। সঙ্গে ছিল আদরের পোষ্যও।

রঙে রঙিন আদির দোল, সঙ্গী মা সুদীপা চট্টোপাধ্যায়
ছেলের সঙ্গে সুদীপা। ছবি: ফেসবুকের সৌজন্যে।

Follow Us

যে কোনও প্রথম কিছুই বড্ড স্পেশ্যাল। আদিদেব চট্টোপাধ্যায়ের কাছে আজ হল প্রথম দোল। আদিদেব টলিউডে প্রথম সারির স্টার কিড (star kid)। সোশ্যাল মিডিয়াতেও তুমুল জনপ্রিয় পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) ছেলে আদি। জন্মের পর এই প্রথম রঙের উৎসব বুঝতে শিখেছে সে। সেই অর্থে আদির প্রথম দোলের মুহূর্ত ফ্রেমবন্দি করে সোশ্যাল ওয়ালে শেয়ার করলেন সুদীপা।

করোনা আতঙ্কের কারণে বাইরে বেরনোর সম্ভবনা নেই। সে কারণেই বাড়ির ছাদে ছেলেকে নিয়ে দোল খেললেন সুদীপা। রঙে রঙিন আদি নাকি খুবই উত্তেজিত। সঙ্গে ছিল আদরের পোষ্যও। সুদীপার শেয়ার করা ছবিতে রঙের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

Happy holi. Peace n well being to you all. #aadidevchatterjee #mysonmyworld #holi2021

Posted by Sudipa Chatterjee on Sunday, March 28, 2021

মা হওয়ার পর একেবারে বদলে গিয়েছে সুদীপার জীবন। প্রতিদিনই নতুন কিছু শিখছেন তিনি। তাঁর মা হওয়ার জার্নিতে শিখেছেন, লোকে যাই বলুক, সন্তান কী চাইছে সেটা বুঝতে হবে মাকে।

জনপ্রিয় রান্নার শো-এ উপস্থাপিকার দায়িত্ব সামলাচ্ছেন সুদীপা। পাশাপাশি চলছে ছবির কাজও। কিন্তু করোনার পর থেকে যে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইন্ডাস্ট্রি, তা থেকে এখনও বেরিয়ে আসা সম্ভব হয়নি। এই ভাবনা তাঁকে কষ্ট দেয়। সুদীপার স্বামী অগ্নিদেব পরিচালক তথা প্রযোজক। অর্থাৎ পারিবারিক ভাবে তাঁরা সিনেমা ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি দিন কয়েক আগেই জানিয়েছিলেন, সিনেমার সঙ্গে যুক্ত বহু মানুষ আজও লকডাউনের কুপ্রভাব থেকে বেরতে পারেননি। আর্থিক ভাবে এখনও তাঁরা তুমুল ক্ষতি সামলে উঠতে পারেননি। আর সে সব দেখেই আরও মন খারাপ হয়ে যাচ্ছে তাঁর। তার মধ্যেও রঙিন হয়ে মন ভাল করার চেষ্টা করলেন তিনি।

আরও পড়ুন, ফের একসঙ্গে হৃতিক-সুজান! কী কারণে এক হলেন প্রাক্তন দম্পতি?

Next Article