মারাত্মক দুর্ঘটনা, ভয়ানক রক্তক্ষয়, হাসপাতালে নিয়ে যেতে হল সুদীপার ছেলেকে
Sudipa Chatterjee: একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছেন সুদীপা। গত বছর তাঁর পোষ্যকে হারিয়েছিলেন তিনি। এরপর তাঁর স্বামী অসুস্থ হন। মা-ও অসুস্থ হন।

একের পর এক দুর্ঘটনা সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে। কিছু দিন আগে হারিয়েছেন তাঁর মা’কে। এবার কুকুরের কামড়ে ভয়ানক আহত তাঁর একমাত্র ছেলে আদিদেব চট্টোপাধ্যায়। টিভিনাইন বাংলাকে সুদীপা জানিয়েছেন, গতকাল অর্থাৎ মঙ্গলবার হঠাৎই বাড়ির পোষ্যের সঙ্গে খেলতে গিয়ে তার কামড় খায় ছোট্ট আদিদেব। ভয়ানক ক্ষতিগ্রস্ত হয় তার পা। গলগল করে রক্ত বের হতে থাকে। আর এক মুহূর্ত দেরি না করে তাকে হাসপাতালে ছোটেন তার পরিবার। চিকিৎসকেরা জানান, কামড়ের অভিঘাতে পায়ের তিনটি টিস্যু ছিঁড়ে গিয়েছে তার। অস্ত্রোপচারেরও দরকার হতে পারে। যদিও অস্ত্রোপচার করানো হয়নি শেষমেশ। এ দিন অর্থাৎ বুধবার চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছে আদিদেব।
সুদীপার কথায়, “অস্ত্রোপচার করতে হলে অনেকটা সময় অ্যানাস্থেশিয়া করে রাখতে হতো, তাই আর সেই রিস্কটা নিইনি। বাড়িতেই থাক, আমার চোখের সামনে। ব্যস। কাল যখন আদি কামড় খেয়েছে ওর বাবাকে নিয়ে আর এক সমস্যা হয়েছে আমার। সে কী কান্না তার। যাই হোক, সবটা সামলে আপাতত বাড়িতে ফিরেছি।”
একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছেন সুদীপা। গত বছর তাঁর পোষ্যকে হারিয়েছিলেন তিনি। এরপর তাঁর স্বামী অসুস্থ হন। মা-ও অসুস্থ হন। এই বছর জানুয়ারি মাসে প্রয়াত হন মা। এবার ছেলেকে কুকুড়ে কামড়াল। সব মিলিয়ে আর যেন পারছেন না সুদীপা। খানিক দীর্ঘশ্বাস ফেলে বললেন, “ভগবান জানি না কেন এভাবে পরীক্ষা নিচ্ছেন। আমি তো কোনও কালেই পরীক্ষা দিতে ভালবাসি না। তাও আমার পরীক্ষা হয়েই যাচ্ছে। আমি আর পারছি না।”
