মা দুর্গা শ্বেতা, কালীরূপে কোন অভিনেত্রী সামনে এলেন, চিনতে পারছেন?

দুর্গারূপে মহালয়ার দিন দর্শকের সামনে আসতে পছন্দ করেন টলিউডের নামী নায়িকারা। কোয়েল মল্লিককে একাধিকবার দেখা গিয়েছে দুর্গারূপে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় বেশ কয়েকবার দুর্গারূপে দর্শকদের সামনে এসেছেন। আবার বিভিন্ন ধারাবাহিকে নায়িকা হিসাবে থাকেন যাঁরা, তাঁদেরকে মহালয়ার দিনের বিশেষ অনুষ্ঠানে মা দুর্গার বিভিন্ন রূপেই পাওয়া যায়।

মা দুর্গা শ্বেতা, কালীরূপে কোন অভিনেত্রী সামনে এলেন, চিনতে পারছেন?

| Edited By: Bhaswati Ghosh

Jul 23, 2025 | 1:52 PM

‘টেলি দুর্গা’র এই বছরের মহিষাসুরমর্দ্দিনী শ্বেতা ভট্টাচার্য। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তার প্রথম প্রচার ঝলক। মহিষাসুরের ভূমিকায় থাকছেন সায়নদীপ নন্দ। তবে শুধু মহিষাসুর নয়, শ্বেতাকে এই অনুষ্ঠান জুড়ে অন্য অসুরও বধ করতে দেখা যাবে। বিভিন্নরূপে তাক লাগিয়েছেন শ্বেতা। এদিকে শ্বেতার পাশাপাশি অভিনেত্রী সুদীপ্তা রায় এই অনুষ্ঠানের জন্য ধরা দিলেন কালীরূপে। তার রূপসজ্জা নজর কাড়ছে। তবে সুদীপ্তা শ্বেতার মহালয়ারই অংশ কিনা তা এখনও ধোয়াশা। মা আসছেন সব অন্ধকার দূর করতে, এই বার্তা নিয়েই তনুজ বিশ্বাস ও শ্রেয়ান বিশ্বাসের চিত্রনাট্য। ঋজু মিত্র ও অর্পণ সেনের পরিচালনায় সেজে উঠছে ‘টেলি দুর্গা’র অনুষ্ঠান ‘জয় জয় হে মহিষাসুরমর্দ্দিনী’।

বাংলার বিনোদন চ্যানেলে মহালয়ার দিনে বিশেষ অনুষ্ঠান হয় বহু বছর ধরেই। তবে এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে মহালয়ার জন্য বিশেষ অনুষ্ঠান। একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য রাজনন্দিনী পালকে দেখা গিয়েছিল দুর্গারূপে। শ্বেতা ভট্টাচার্যের লুক সামনে আসতেই আপ্লুত তাঁর অনুরাগীরা। দুর্গারূপে মহালয়ার দিন দর্শকের সামনে আসতে পছন্দ করেন টলিউডের নামী নায়িকারা। কোয়েল মল্লিককে একাধিকবার দেখা গিয়েছে দুর্গারূপে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় বেশ কয়েকবার দুর্গারূপে দর্শকদের সামনে এসেছেন। আবার বিভিন্ন ধারাবাহিকে নায়িকা হিসাবে থাকেন যাঁরা, তাঁদেরকে মহালয়ার দিনের বিশেষ অনুষ্ঠানে মা দুর্গার বিভিন্ন রূপেই পাওয়া যায়।

দুর্গাপুজোর জন্য আর মাত্র দু’ মাসের অপেক্ষা। দুর্গাপুজোর ছবির পাশাপাশি, মহালয়ার অনুষ্ঠান দেখার জন্যও আগ্রহ বাড়ছে দর্শকদের। সোশ্যাল মিডিয়াতে এমন অনুষ্ঠান কতটা জনপ্রিয় হয়, সেটা দেখারও অপেক্ষা রয়েছে।