সুদীপ্তার যোগাভ্যাসের রুটিনে একমুঠো ভালবাসা এনে দিল নীরা

স্বরলিপি ভট্টাচার্য |

Feb 05, 2021 | 4:43 PM

লকডাউনের মধ্যে নীরার বিভিন্ন পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন সুদীপ্তা। নাচ, গান, কবিতায় জমজমাট ছিল মা-মেয়ের লকডাউন।

সুদীপ্তার যোগাভ্যাসের রুটিনে একমুঠো ভালবাসা এনে দিল নীরা
মা এবং মেয়ে।

Follow Us

মাথার দুদিকে দু’টো বিনুনি। ঘুম ভাঙা সকালে ঘরে শীত রোদ্দুরের আরাম। যোগা ম্যাটের উপর বসে রয়েছে সে। অর্থাৎ শাহিদা নীরা। অভিনেত্রী (Actress) সুদীপ্তা চক্রবর্তী (Sudiptaa Chakraborty )এবং পরিচালক অভিষেক সাহার কন্যা। মায়ের সঙ্গে সকালে যোগাভ্যাসে মন দিয়েছে নীরা।

এমনই একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন সুদীপ্তা। ক্যাপশনে লিখেছেন, ‘যখন সকালের সাধারণ যোগা সেশন অসাধারণ ভাবে মিষ্টি আর ভালবাসায় ভরে ওঠে।’ মা-মেয়ের যোগাভ্যাসের মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন অভিষেক।

মায়ের মতো কিন্তু মন দিয়ে যোগাভ্যাস করছে না নীরা। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকার পর উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করার পর কিছু একটা নির্দেশ দিল বাবাকে। তারপরই মাকে আদর করল নীরা।

প্রতিদিনই কি মেয়েকে সঙ্গে নিয়ে যোগা করেন সুদীপ্তা? হাসতে হাসতে শেয়ার করলেন “ও যোগা করবে কি না ওর মুডের উপর নির্ভর করে। দু’দিন হয়তো বসে, তারপর আবার কয়েকদিন পরে বসল। এমনিতে ওর স্কুলে যে সব অ্যাক্টিভিটি দিয়েছে, সেখানে যোগাও রয়েছে। সে সব ওকে দেখাই। ও কখনও দেখে বলে, দেখো মা, তুমি যেটা কর, সে সব এখানেও রয়েছে…।”

আরও পড়ুন, মেয়ের নামকরণ করেছিলাম ‘শাহিদা নীরা’… তাহলে তো ভয় পেয়ে ওর নাম পাল্টে দেওয়া উচিত ছিল: সুদীপ্তা চক্রবর্তী

হেরিটেজ স্কুলের নার্সারির পড়ুয়া নীরা। ইতিমধ্যেই সুমন ঘোষের পরিচালনায় একটি ছবিতে অভিনয় করেছে সে। ছবির নাম ‘সার্চিং ফর হ্যাপিনেস।’ সুদীপ্তাও অভিনয় করেছেন এই ছবিতে। আগামী মার্চে মিয়ামি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার।

লকডাউনের মধ্যে নীরার বিভিন্ন পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন সুদীপ্তা। নাচ, গান, কবিতায় জমজমাট ছিল মা-মেয়ের লকডাউন। এবার যোগাভ্যাসের ভিডিও পছন্দ করেছেন অনুরাগীরা।

Next Article