রিয়ালিটি শো নাকি স্ক্রিপ্টেড অর্থাৎ যা ঘটে তার সব কিছু নাকি আগে থেকেই প্ল্যান করা থাকে! ভোট থেকে শুরু করে প্রথম কে হবে, সব নাকি পূর্বনির্ধারিত– এ অভিযোগ বহুদিনের। অতীতে বহু গায়ক এ নিয়ে মুখ খুলেছেন। কেউ পক্ষে বলেছেন আবার কেউ বা বিপক্ষে। এবার এই রিয়ালিটি শো নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের প্রথম সারির গায়িকা সুনিধি চৌহান। যা শুনলে তাজ্জব হয়ে যাবেন আপনি– রিয়ালিটি শোয়ের তলে তলে এই সব কাণ্ড ঘটে?
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছিলেন সুনিধি। তাঁর কথায়, “টিভিতে যা দেখা যায় সবটাই কাটছাঁট। আমাকে বলা হতো, এই প্রতিযোগীকে আগে এগিয়ে নিয়ে যেতে চাই। এর সম্পর্কে ভাল কিছু বলতে হবে।” সুনিধি জানান, এই কাজে তিনি রাজি হননি। তাই রিয়ালিটি শো-এ রিয়েল অর্থাৎ আসল বলে কিছু আছে তা একেবারেই মানতে চান না সুনিধি। নিজে যদিও এই রিয়ালিটি শো’র হাত ধরেই উঠেছেন সুনিধি। তবে এখনকার যে সব রিয়ালিটি শো রয়েছে তার অধিকাংশই ভাঁওতা– এমনটাই ইঙ্গিত তাঁর।
সুনিধি এমন মন্তব্য করলেও বাজার জুড়ে যত দিন যাচ্ছে ততই কিন্তু রিয়ালিটি শো’র সংখ্যা বাড়ছে। বহু প্রতিভা উঠে আসছে সেই সব শো’র হাত ধরে। পাচ্ছেন জনপ্রিয়তাই। তবে যে সব প্রশ্ন অনেকেই ছুড়ে দিচ্ছেন তা হল– সাময়িক জনপ্রিয়তা পেলেও তা ধরে রাখতে পারছেন কি তাঁরা? অচিরেই হারিয়ে যাচ্ছেন অনেকেই। তাই সুনিধির সঙ্গে একমত অনেক নেটিজেনই। তাঁদের বক্তব্য একটাই, “জনপ্রিয়তা ক্ষণিকের হলে মুশকিল। তা ধরে রেখে চিরস্থায়ী বন্দোবস্তই যে সাফল্যের একমাত্র মাপকাঠি।”