২০২০ সাল থেকেই বলিউডের অন্দরমহলের নানা কাহিনি নিয়ে চর্চা তুঙ্গে। তবে তা খুব একটা সুখকর নয়। প্রতিটা পদে পদে কলঙ্কিত হওয়া বলিউড বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। প্রশ্ন উঠেছে স্বচ্ছতা, প্রশ্ন উঠেছে বলিউডের অন্দরমহলের কালচার নিয়ে। একের পর এক স্টারের নাম জড়িয়েছে বিতর্কে। প্রসঙ্গ মাদকসেবন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য তদন্তের মাঝেই বেরিয়ে এসেছিল অন্য কাহিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছিল মাদককান্ড। বলিউড স্টারেদের নাম জড়িয়ে গিয়েছিল রাতারাতি।
রিয়া চক্রবর্তী গ্রেফতারের পরই উঠে এসেছিল ২৫ অভিনেত্রীর নাম। যেই তালিকায় নাম ছিল দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে সারা আলি খান, শ্রদ্ধা কপুর, রকুল প্রীত সহ আরও অনেকেরই। যার ফলে বলিউড নিয়ে নানা নেগেটিভ খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। নেটিজ়েনদের কথায় কড়া ভাষায় সমালোচিত হতে দেখা যায় সেলেবদের। তবে কোথাও গিয়ে যেন সেই ধারনাই একাংশ মনে গেঁথে নিয়েছে। বলিউড মানেই ড্রাগের নেশা। সেই আগুনে ঘি ঢালার কাজ করেছেন আরিয়ান খানও। যদিও তিনি এই মুহূর্তে মাদককান্ড থেকে মুক্ত।
সম্প্রতি এই মর্মে মুখ খুললেন অভিনেতা সুনীল শেট্টি। তাঁর কথায় একটা ভুল মানেই সে চোর নয়। বিষয়টা স্পষ্ট করে তিনি আরও জানান যে, একটু ভুলে বলিউড সম্পর্কে এমন ট্যাগ করা বা এমন ভ্রান্ত ধারনা মনে গেঁথে নেওয়ার কোনও মানেই হয় না। গোটা বলিউডে মাদকচর্চা চলে এই মন্তব্য ভুল। এত বড় ইন্ডাস্ট্রিতে একদুজনের করা ভুল কখনই এতবড় কালিমা হতে পারে না বলে সাফ মন্তব্য করেন অভিনেতা। মাদকের নেশা মুষ্টিমেয় কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে, তবে তা সামগ্রিক বলিউডের বদনামের কারণ হতে পারে না।