
ছেলে আহান শেট্টি সম্পর্কে একটা সত্য সামনে আনলেন সুনীল শেট্টি। আহান বলিউডে ডেবিউ করছেন, তা এখন সকলের জানা। বলিউডে তারকাপুত্র বা কন্যাদের কাজ করতে হলে শুরু থেকেই অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তাঁরা ভালো কাজ করতে না পারলে, টিকতেও পারছেন না এই ইন্ডাস্ট্রিতে। সেটা নেপোটিজম বিতর্কের কারণে। কিন্তু সুনীল জানালেন, আহানকে সমস্যার মুখে পড়তে হয়েছে, তিনি ‘বর্ডার টু’-র অংশ হতে চাইছিলেন বলে।
সুনীলের কথায়, ”কী-কী হয়েছে আমি সব জানি। যেদিন মনে করব, সাংবাদিক বৈঠক করে সব বলে দেব, কারা এমন করেছেন। আহান ‘বর্ডার’ করতে চাইছিল বলে, ওকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। কিছুজন চাইছিল আহান অন্য কাজ করুক। কারণ তাঁরা চাইছিলেন না ‘বর্ডার’ হোক।”
সুনীল যোগ করেছেন, ”আহান সঙ্গে ছ’ জন বডিগার্ড নিয়ে ঘুরছে এমন বলা হয়েছে। আমি কোনওদিন শুটিং করতে গিয়ে প্রযোজকের কাছে খাবারও খাই না। খাবার যায় আমার বাড়ি থেকে। এমন নয় যে প্রযোজকের কাছে খাবার খেতে কোনও সমস্যা আছে। কিন্তু আমার ধরনও এরকম। আহান এমন একটা পরিবারে বড় হয়েছে।” সুনীল বলতে চেয়েছেন, আহান বলিউডে কাজ শুরু করার পরই তাঁর সম্পর্কে অনেক কিছু রটানো হচ্ছে।
বলিউডে আউটসাইডার হলে বহু সমস্যার মুখে পড়তে হয়। কিন্তু সুনীল শেট্টির ছেলে এমন রাজনীতির শিকার হচ্ছেন কেরিয়ার গড়ার শুরুতেই, সে কথা সুনীলের মুখ থেকে শোনার পর অবার হচ্ছেন অনেকেই। কারা এমন কাণ্ড ঘটালো, সেই নাম সুনীল মুখে আনেন কিনা, সেটা দেখার জন্য অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।