News 9 Global Summit: ‘শুধু ওর সঙ্গে নয়…’, ছেলের কোন সত্যি সামনে আনলেন সুনীল শেট্টি?

"The Cinematic Investor" বিভাগে বক্তা হিসেবে তিনি উপস্থিত হন ও নানান প্রাসঙ্গিক বিষয় মুখ খোলেন। মূলত, বিনিয়োগ, সিনেমা, ও তাঁর ছেলে আহান শেঠির প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মবিষয় কথা বলেন।

| Edited By: জয়িতা চন্দ্র

Jun 20, 2025 | 6:33 PM

News 9 Global Summit-এ সারা বিশ্ব থেকে অসংখ্য বিশিষ্ট ব্যক্তিত্ব অংশ নিলেন। বলিউড ইন্ডাস্ট্রির অনেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই মঞ্চে। যাঁদের মধ্যে অন্যতম হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি। তিনি “The Cinematic Investor” বিভাগে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও নানান প্রাসঙ্গিক বিষয় মুখ খোলেন। মূলত, বিনিয়োগ, সিনেমা, ও তাঁর ছেলে আহান শেঠির প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেন অভিনেতা।

ছেলের কেরিয়ার প্রসঙ্গে সুনীল শেঠি বলেন, “আমি নিজেও একজন বাবা। আমার ছেলেও বলিউডে নিজের কেরিয়ার গড়তে ব্যস্ত। বর্তমানে আহান ‘Border 2’-তে কাজ করছে। আমি ওর মধ্যে অনেক সম্ভাবনা দেখতে পাই। আমি চাই ওকে সহযোগিতা করতে, ওর সঙ্গে ছবি বানাতে– শুধু ওর সঙ্গে নয়, বরং তাঁদের সঙ্গেও কাজ করতে চাই, যাঁদের উপর আমার বিশ্বাস আছে।”

তিনি আরও বলেন, “সিনেমায় বিনিয়োগ এক ধরনের নিরাপদ খেলা। আমরা জানি কোন ব্র্যান্ড চলে আর কোনটা চলে না। কোথায়, কীভাবে এবং কোন ব্র্যান্ডকে এন্ডোর্স করতে হবে– এটা জানা জরুরি। ভাল যোগাযোগ থাকলে বিনিয়োগে লাভ সবসময় সম্ভব। আমি সিনেমায় বিনিয়োগ করা নিয়ে বরাবরই পজিটিভ।”

দক্ষিণী ও বলিউড সিনেমার তুলনা প্রসঙ্গে সুনীল শেঠি বলেন, “এখন ইন্ডাস্ট্রিতে একটা বিশৃঙ্খলা চলছে। আমরা নিজেরাও জানি না, আমরা কোন দিকে এগোচ্ছি। আজ যদি কোনও ইন্ডাস্ট্রির একটা সিনেমা ভাল চলে, তাহলেই তারা বলিউডের সঙ্গে তুলনা করে, এবং নিজেদের বলিউডের চেয়েও বড় বলে দাবি করে।”

সুনীল স্পষ্ট বলেন, “সত্যি বলতে, হিন্দি সিনেমা হল সকলের বাবা। এই ভাষায় সারা দেশে কথা বলা হয়। হিন্দি সিনেমা আমাদের সংস্কৃতির কেন্দ্রবিন্দু, এবং সেটা সবসময় থাকবে।”

News 9 Global Summit-এ সারা বিশ্ব থেকে অসংখ্য বিশিষ্ট ব্যক্তিত্ব অংশ নিলেন। বলিউড ইন্ডাস্ট্রির অনেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই মঞ্চে। যাঁদের মধ্যে অন্যতম হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি। তিনি “The Cinematic Investor” বিভাগে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও নানান প্রাসঙ্গিক বিষয় মুখ খোলেন। মূলত, বিনিয়োগ, সিনেমা, ও তাঁর ছেলে আহান শেঠির প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেন অভিনেতা।

ছেলের কেরিয়ার প্রসঙ্গে সুনীল শেঠি বলেন, “আমি নিজেও একজন বাবা। আমার ছেলেও বলিউডে নিজের কেরিয়ার গড়তে ব্যস্ত। বর্তমানে আহান ‘Border 2’-তে কাজ করছে। আমি ওর মধ্যে অনেক সম্ভাবনা দেখতে পাই। আমি চাই ওকে সহযোগিতা করতে, ওর সঙ্গে ছবি বানাতে– শুধু ওর সঙ্গে নয়, বরং তাঁদের সঙ্গেও কাজ করতে চাই, যাঁদের উপর আমার বিশ্বাস আছে।”

তিনি আরও বলেন, “সিনেমায় বিনিয়োগ এক ধরনের নিরাপদ খেলা। আমরা জানি কোন ব্র্যান্ড চলে আর কোনটা চলে না। কোথায়, কীভাবে এবং কোন ব্র্যান্ডকে এন্ডোর্স করতে হবে– এটা জানা জরুরি। ভাল যোগাযোগ থাকলে বিনিয়োগে লাভ সবসময় সম্ভব। আমি সিনেমায় বিনিয়োগ করা নিয়ে বরাবরই পজিটিভ।”

দক্ষিণী ও বলিউড সিনেমার তুলনা প্রসঙ্গে সুনীল শেঠি বলেন, “এখন ইন্ডাস্ট্রিতে একটা বিশৃঙ্খলা চলছে। আমরা নিজেরাও জানি না, আমরা কোন দিকে এগোচ্ছি। আজ যদি কোনও ইন্ডাস্ট্রির একটা সিনেমা ভাল চলে, তাহলেই তারা বলিউডের সঙ্গে তুলনা করে, এবং নিজেদের বলিউডের চেয়েও বড় বলে দাবি করে।”

সুনীল স্পষ্ট বলেন, “সত্যি বলতে, হিন্দি সিনেমা হল সকলের বাবা। এই ভাষায় সারা দেশে কথা বলা হয়। হিন্দি সিনেমা আমাদের সংস্কৃতির কেন্দ্রবিন্দু, এবং সেটা সবসময় থাকবে।”