
সুনীতা আহুজা বছর শেষে তাঁর বিরক্তির কথা স্বীকার করে নিলেন। তিনি বলেছেন যে গোবিন্দার সঙ্গে আরেক নারীর সম্পর্ক নিয়ে বিতর্কের কারণে ২০২৫ সালটি তার জন্য ভালো যায়নি। অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা তার স্বামীর প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন, তবে স্পষ্ট করেছেন যে সেই নারী কোনও তরুণ মারাঠি অভিনেত্রী নন, যেমনটা গুজব রটেছে। এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, ওই নারী “গোবিন্দাকে ভালোবাসে না, সে শুধু তার টাকা চায়।”
সুনীতার কথায়, “আমি ২০২৫ সালকে আমার জীবনের খুব খারাপ একটি বছর বলে মনে করি, কারণ আমি শুনে আসছি গোবিন্দাকে নিয়ে বিতর্ক—সে নাকি একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। কিন্তু আমি জানি সে কোনও অভিনেত্রী নয়, কারণ অভিনেত্রীরা এমন খারাপ কাজ করে না। সে গোবিন্দাকে ভালোবাসে না; সে শুধু তার টাকা চায়।”
সুনীতা আরও যোগ করেন, “আমি ২০২৬ সালে আমার জীবন বদলাতে চাই। আমি চাই গোবিন্দা এসব বিতর্কে ইতি টানুক এবং ২০২৬ সালে আমাদের একটি সুখী পরিবার হোক। আশা করি এটা খুব তাড়াতাড়ি হবে। আমি চাই গোবিন্দা বুঝতে পারুক যে তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন নারী হলেন—তার মা, তার স্ত্রী এবং তার মেয়ে। কারও জীবনে চতুর্থ নারী রাখার অধিকার নেই। এটি পৃথিবীর সব পুরুষের জন্য প্রযোজ্য, গোবিন্দার ক্ষেত্রেও। আমি চাই চিচি তাঁর সব ‘চামচা’দের ছেড়ে দিয়ে নিজের কাজের দিকে মন দিক, কারণ তাঁরাও তাঁর সঙ্গে আছে শুধু টাকার জন্য।”