‘কোনও বোকা মেয়ের জন্য…’, গোবিন্দার সংসার ভাঙা প্রসঙ্গে কোন সত্যি সামনে আনলেন সুনীতা?
সুনীতার এই সোজাসাপ্টা বক্তব্যে স্পষ্ট, তাঁদের দাম্পত্য জীবনের ভাঙনের কোনও প্রশ্নই ওঠে না। বরং গোবিন্দা ও সুনীতা আজও যেমন একে অপরের পাশে রয়েছেন, তেমনই ভবিষ্যতেও থাকবেন— এমনটাই তাঁদের বিশ্বাস।

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার ৩৮ বছরের দাম্পত্য জীবন ঘিরে সম্প্রতি যে বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল, তা নিয়ে অবশেষে মুখ খুললেন সুনীতা। টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই গুজবের কোনও ভিত্তি নেই এবং গোবিন্দা কখনও তাঁর পরিবার ছেড়ে যাবেন না।
সুনীতা বলেন, “যেদিন এটি সত্যি ঘটবে, বা আমি ও গোবিন্দা নিজের মুখে জানাব, সেদিন মেনে নেওয়া যাবে। কিন্তু আমি বিশ্বাস করি না যে, গোবিন্দা আমায় ছাড়া থাকতে পারবে, আর আমিও ওকে ছাড়া থাকতে পারবো না। গোবিন্দা কোনও দিন তাঁর পরিবারকে ছেড়ে যেতে পারে না, একজন ‘স্টুপিড পার্সন’ বা ‘বোকা মেয়ের’-জন্য।”
তিনি আরও বলেন, “একটা গুজব ছড়ালেই সেটা সত্যি ধরে নেওয়া ঠিক নয়। সাহস করে আমাকে সরাসরি এসে প্রশ্ন করুক। আমি কখনও এই ধরনের গুজব মেনে নেব না। আর যদি এমন কিছু সত্যি ঘটে, তাহলে আমি-ই প্রথম সংবাদমাধ্যমে এসে জানাবো। তবে আমি বিশ্বাস করি, ভগবান কখনও আমার সংসার ভাঙতে দেবেন না।”
গোবিন্দা ও সুনীতার প্রেমের শুরুটা ছিল বেশ কঠিন পরিস্থিতিতে। অভিনেতা তখন বি.কম শেষ বর্ষের ছাত্র, আর সুনীতা মাত্র নবম শ্রেণির ছাত্রী। সুনীতা তাঁর দিদির বাড়িতে থাকতেন, যিনি ছিলেন গোবিন্দার মামী। প্রথমে কিছুটা মনোমালিন্য থাকলেও, ধীরে ধীরে তাঁরা একে অন্যকে মন দিয়েছিলেন।
১৯৮৬ সালে তাঁরা বিয়ে করেন, তবে বলিউডে গোবিন্দার কেরিয়ার গড়ে ওঠা পর্যন্ত সেই সম্পর্ক গোপন রাখা হয়। বর্তমানে তাঁদের দুটি সন্তান— যশবর্ধন আহুজা ও টিনা আহুজা। জানা গেছে, তাঁদের ছেলে যশবর্ধন শিগগিরই বলিউডে অভিষেক করতে চলেছেন।
সুনীতার এই সোজাসাপ্টা বক্তব্যে স্পষ্ট, তাঁদের দাম্পত্য জীবনের ভাঙনের কোনও প্রশ্নই ওঠে না। বরং গোবিন্দা ও সুনীতা আজও যেমন একে অপরের পাশে রয়েছেন, তেমনই ভবিষ্যতেও থাকবেন— এমনটাই তাঁদের বিশ্বাস।





