সানি লিওনের (Sunny Leone) জীবনে আজ একটি বিশেষ দিন। গত ১০ বছর ধরে এই দিনটা নিজের মতো করে সেলিব্রেট করেন তিনি। আসলে গত ১০ বছর ধরে প্রিয় বন্ধুর সঙ্গে একসঙ্গে থাকাটা সেলিব্রেট করেন। প্রিয় বন্ধু অর্থাৎ তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। আজ এই জুটির বিবাহবার্ষিকী।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ড্যানিয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন সানি। নিজেদের একটি ছবি শেয়ার ররে তিনি লিখেছেন, ‘শুভ দশম বিবাহবার্ষিকী, সেই মানুষটিকে, যাঁকে আমি ভালবাসি। আমি প্রার্থনা করব, মৃত্যু পর্যন্ত যাতে আমরা একসঙ্গে জীবনের পথ চলতে পারি। তুমিই আমার হিরো। ভালবাসি তোমাকে।’
২০১১-এ বিয়ে করেছিলেন সানি এবং ড্যানিয়েল। তাঁরা তিন সন্তানের বাবা-মা। মেয়ে নিশা বড়। তারপর একই সঙ্গে তাঁদের জীবনে এসেছে যমজ পুত্র সন্তান নোয়া এবং আসের। সপরিবার এখন মুম্বইতে রয়েছেন সানি। সেখানে করোনা পরিস্থিতি একেবারেই ভাল নয়। একের পর এক বলি তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গোটা মহারাষ্ট্রেই জারি হয়েছে সতর্কতা। সর্বস্তরে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সে কারণেই এই বছর হয়তো বাড়িতেই বিশেষ দিনটা সেলিব্রেট করবেন এই জুটি।
আরও পড়ুন, গোপনে বিয়ে করে ফেললেন রাহুল বৈদ্য?
বলিউডে এখন ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন সানি। কিন্তু তাঁর বলিউড এন্ট্রি একেবারেই সহজ ছিল না। পর্ন ইন্ডাস্ট্রির পেশা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়ে যখন থেকে সানি বলিউডি ছবিতে অভিনয় করতে শুরু করলেন, প্রথমে সেটা কেউই ভাল চোখে দেখেননি। কিন্তু ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছেন সানি। আর এই পুরো লড়াইয়ে তাঁর পাশে সর্বক্ষণ ছিলেন ড্যানিয়েল। সেই প্রিয় বন্ধুর সঙ্গে একসঙ্গে এতগুলো দিন কাটিয়ে ফেলা, সানির কাছে সেলিব্রেট করার মতোই ঘটনা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জুটিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন বহু অনুরাগীও।