গোপনে বিয়ে করে ফেললেন রাহুল বৈদ্য?
আসলে রাহুল সোশ্যাল ওয়ালে তাঁর এবং বান্ধবী দিশা পারমারের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দু’জনের পরনেই বিয়ের পোশাক। তাহলে কি গোপনে বিয়ে করে ফেললেন এই জুটি?
রাহুল বৈদ্য (Rahul Vaidya)। ২০০৪-এ টেলিভিশন দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল এই নাম। কারণ সে বছরই ‘ইন্ডিয়ান আইডল’ নামের একটি রিয়ালিটি শো-র প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন রাহুল। তাঁর গানের গলা মুগ্ধ করেছিল দর্শককে। পরে ‘বিগ বস ১৪’-এর মতো শো-এ অংশ নিয়ে ফের লাইমলাইটে ফিরে আসেন। এ হেন রাহুল আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। সৌজন্যে তাঁর করা শেষ পোস্ট। কী এমন পোস্ট করলেন রাহুল, যাতে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে?
আসলে রাহুল সোশ্যাল ওয়ালে তাঁর এবং বান্ধবী দিশা পারমারের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দু’জনের পরনেই বিয়ের পোশাক। তাহলে কি গোপনে বিয়ে করে ফেললেন এই জুটি? ছবির সঙ্গে হ্যাশ ট্যাগে লিখেছেন ‘নিউ বিগিনিং’ এবং ‘মধন্যা’।
View this post on Instagram
এই পোস্টের পর ওয়েব অডিয়েন্সের একটা অংশ এই জুটিকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন। আর এক অংশের মনে হচ্ছে, এই জুটির নতুন অ্যালবাম ‘মধ্যনা’। যা এখনও প্রকাশিত হয়নি। তার শুটিংয়ের কোনও ছবি হয়তো শেয়ার করেছেন রাহুল এবং দিশা।
আরও পড়ুন, কোন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্টাইল আইকন?
দিশা পেশায় অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘প্যায়ার কা দরদ হ্যায়’, ‘মিঠা মিঠা প্যায়ারা প্যায়ারা’-তে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। ২০১৫-এ ‘বিগ বস’ খেলতে গিয়েছিলেন দিশাও। গত বছর তাঁর ২৬তম জন্মদিনে রাহুল প্রোপোজ করেন। তবে রাহুলের দেওয়া বিয়ের প্রস্তাবে তিনি রাজি কি না, তা এখনও জানাননি। এদিকে রাহুল কিছুদিন আগেই সাংবাদিকদের জানান, আর কয়েক মাসের মধ্যেই তাঁরা বিয়ে করবেন।
সত্যিই কি বিয়ে করে ফেললেন রাহুল-দিশা? নাকি এই ছবি নিতান্তই মিউজিক ভিডিয়োর, অর্থাৎ রিল লাইফের? এ নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা বজায় রেখেছেন দু’জনেই।