‘বিপদজনক নয়’, নিজের AI অবতার সামনে এনে বিস্ফোরক সানি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 20, 2024 | 8:08 PM

Sunny AL Avatar: অনেক ক্ষেত্রেই কি মানুষের চাকরি কমে যেতে পারে, রক্তমাংসের মানুষের প্রয়োজনীয়তা অনেক ক্ষেত্রেই কি নগণ্য হয়ে উঠবে? এই প্রসঙ্গে না না চর্চা যখন তুঙ্গে ঠিক তখনই ভারতে প্রথম সেলিব্রিটি সানি লিওন এক বড় পদক্ষেপ নিলেন। নিজের এআই অবতার সামনে আনলেন সানি।

বিপদজনক নয়, নিজের AI অবতার সামনে এনে বিস্ফোরক সানি

Follow Us

সম্প্রতি এআই নিয়ে চর্চা তুঙ্গে। এআই মডেল থেকে শুরু করে, এআই অ্যাঙ্কার, বিভিন্ন ক্ষেত্রে ইআইয়ের ব্যবহার নিয়ে যেমন একশ্রেণি প্রশংসা করে চলেছেন, তেমনই আবার এক বিপুল সংখ্যক মানুষ বিজয় চিন্তিত। অধিকাংশেরই কপালে দেখা যাচ্ছে চিন্তার ভাঁজ। বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন উঠছে এই ইআর কি মানুষের ভবিষ্যতে বিপদ হয়ে দাঁড়াতে পারে? অনেক ক্ষেত্রেই কি মানুষের চাকরি কমে যেতে পারে, রক্তমাংসের মানুষের প্রয়োজনীয়তা অনেক ক্ষেত্রেই কি নগণ্য হয়ে উঠবে? এই প্রসঙ্গে না না চর্চা যখন তুঙ্গে ঠিক তখনই ভারতে প্রথম সেলিব্রিটি সানি লিওন এক বড় পদক্ষেপ নিলেন। নিজের এআই অবতার সামনে আনলেন সানি।

এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন এদিন সানি। তিনি বললেন, ”আমি মনে করি না এই বিপদ আমার মনে হয় এটি একটি নতুন টুল। আমাদের অনেক ক্ষেত্রেই অনেক প্রশ্ন উঠে আসে তবে আমরা এটিকে যোগাযোগের একটি বড় মাধ্যম হিসেবে দেখতে পারি, অনেকটা সঠিক পথে ভাবতে পারি। আমি যেমন বিনোদনের ক্ষেত্রে এই মন্তব্য করছি, তেমনি এটা আইডিয়া দিতে, স্ক্রিপ্ট তৈরি করতে, এমনকি শুটিং এর ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।”

প্রসঙ্গত, ChatGPT আসার পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জেনারেটিভ এআই চ্যাটবট মানুষের মতোই সব উত্তর দেয়। যদিও জেনারেটিভ এআই কোনও নতুন ধারণা নয়। তবে ChatGPT চালু হওয়ার পর থেকে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু ChatGPT নয়, বর্তমানে অনেক অ্যাপ আছে, যেগুলি AI সাপোর্ট করে। এবার সেই অবতারই সামনে আনলেন সানি।

Next Article