অভিনয় থেকে অবসর নিলেন দক্ষিণী তারকা থলপতি বিজয়, নেপথ্যে কোন কারণ?
বিজয়ের অভিনয় জীবন শুরু হয়েছিল মাত্র ১০ বছর বয়সে, ১৯৮৪ সালে 'ভেত্রি' ছবিতে শিশু শিল্পী হিসেবে। এরপর ১৮ বছর বয়সে ১৯৯২ সালে 'নালাইয়া থীরপু' ছবির মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পাঁচ দশকের জীবনে গত ৩৩ বছর ধরে তিনি একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে তামিল সিনেমার অবিসংবাদিত সম্রাট হয়ে উঠেছিলেন।

দক্ষিণ ভারতীয় সিনেমার মহাতারকা থলপতি বিজয় দীর্ঘ ৩৩ বছরের সুদীর্ঘ কেরিয়ারের ইতি টানার ঘোষণা করলেন। মালয়েশিয়ায় পরিচালক এইচ. বিনোদ-এর ছবি ‘জন নায়গন’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে বিজয় জানিয়ে দিলেন, রূপোলি পর্দা ছেড়ে তিনি এবার জনসেবা অর্থাৎ রাজনীতির ময়দানে পূর্ণ মনোযোগ দেবেন।
বিজয়ের অভিনয় জীবন শুরু হয়েছিল মাত্র ১০ বছর বয়সে, ১৯৮৪ সালে ‘ভেত্রি’ ছবিতে শিশু শিল্পী হিসেবে। এরপর ১৮ বছর বয়সে ১৯৯২ সালে ‘নালাইয়া থীরপু’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পাঁচ দশকের জীবনে গত ৩৩ বছর ধরে তিনি একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে তামিল সিনেমার অবিসংবাদিত সম্রাট হয়ে উঠেছিলেন। বর্তমানে ৫১ বছর বয়সী এই অভিনেতার শেষ ছবি হতে চলেছে ‘জন নায়কন’।
মঞ্চ থেকে বিজয় স্পষ্টভাবে জানান যে, অভিনয়ের অধ্যায় শেষ করে তিনি এখন থেকে তাঁর রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্রি কাজাগম’ (TVK)-এর কাজে নিজেকে উৎসর্গ করবেন। উল্লেখ্য, গত বছরই তিনি এই রাজনৈতিক দল গঠন করেছিলেন। অভিনেতা জানিয়েছেন, ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর দল।
বিজয় তাঁর অনুরাগীদের উদ্দেশে বলেন, সিনেমার জগতে তাঁদের থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা এবার জনগণের অধিকার রক্ষায় কাজে লাগাতে চান। তাঁর এই ঘোষণার পর দক্ষিণ ভারতের রাজনীতিতে যেমন নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে, তেমনই বিষাদ নেমে এসেছে তাঁর অগুনতি ভক্তদের মনে।
