
‘কুবুল হ্যায়’, ‘নাগিন ৩’ এবং ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে এখন চর্চার কেন্দ্রে অভিনেত্রী সুরভি জ্যোতি। গত বছর অক্টোবর ২০২৪-এ অভিনেতা সুমিত সুরি-কে বিয়ে করেন। উত্তরাখণ্ডের জিম করবেট-এর এক রিসর্টে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে চার হাত এক হয়। বহু বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর তাঁদের এই বিয়ে অনুরাগীদের মনে ঝড় তোলে। তবে জানেন কি, বিয়ের পর একই ছাদের তলায় দুজনে আলাদা আলাদা থাকেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরভি জানান, বিয়ের পরও তাঁরা একই বাড়িতে আলাদা ঘরে থাকেন— এবং তা নাকি তাঁদের সম্পর্ককে আরও সুন্দর করে তুলেছে। সুরভির কথায়, “আমার নিজের ঘর, আলাদা আলমারি, ওয়াশরুম— আমার নিজের একটা জায়গা আছে। সুমিতেরও তাই। আমরা দু’জনেই দীর্ঘদিন একা থাকতাম, তাই একে অপরকে জায়গা করে দেওয়ার বিষয়টা সম্মান করি।” এই সিদ্ধান্ত তাঁরা দুজনে একযোগে নিয়েছেন বলেই দাবি করেন।
সুরভি বলেন, “সব দম্পতির জন্য হয়তো এটা ঠিক নয়, কিন্তু আমাদের জন্য এটা একদম ঠিক সিদ্ধান্ত। আমরা একসঙ্গে থেকেও নিজের মতো করে সময় কাটাতে পারি। সেটা আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে।” সুমিত সুরি, যিনি ‘খতরোঁ কে খিলাড়ি ৪’ ও ‘দ্য টেস্ট কেস’-এর মতো প্রজেক্টে কাজ করেছেন, তিনিও সুরভির মতোই ব্যক্তিগত সময় ও জায়গার গুরুত্ব বোঝেন। এই বোঝাপড়াই তাঁদের সম্পর্কের বড় দিক বলে মনে করেন সুরভি।