নজরে নায়িকা সুস্মিতা! আইটেম ডান্সের পর কোন ছবি করবেন?

আইটেম ডান্স নিয়ে কীরকম ফিডব্যাক পাচ্ছেন? TV9 বাংলাকে সুস্মিতা জানালেন, ''এটা আমার প্রথম আইটেম নম্বর। তা-ও সুনিধি চৌহানের গলায় রয়েছে গানটা। নিজেকে ভাগ্যবান মনে করছি সেই কারণে। আইটেম ডান্স করার বিষয়টা সহজ নয়। কিন্তু আমি বিষয়টা উপভোগ করেছি। গানটা দর্শকের সামনে আসার পর থেকেই আমি ভালো ফিডব্যাক পাচ্ছি দর্শকের থেকে। পরিচালক অভিরূপ ঘোষকে ধন্যবাদ জানাতে চাই, এই গানটা আমাকে দেওয়ার জন্য। রানা মজুমদার, দেবাশিস দত্ত আর মুরলিধর শর্মাকে ধন্যবাদ জানাতে চাই, এমন একটা গান তৈরি করার জন্য। কোরিওগ্রাফার পঙ্কজ আর ওঁর টিমের কাছেও আমি কৃতজ্ঞ।''

নজরে নায়িকা সুস্মিতা! আইটেম ডান্সের পর কোন ছবি করবেন?

| Edited By: Bhaswati Ghosh

May 29, 2025 | 9:00 AM

বাংলা ছবি ‘মৃগয়া’-তে সুস্মিতা চট্টোপাধ্যায়ের আইটেম ডান্স নজর কাড়ল। গানটা গেয়েছেন সুনিধি চৌহান। সুস্মিতা ‘প্রেমটেম’ ছবি দিয়ে কাজ শুরু করলেও, তারপর বাংলা বাণিজ্যিক ছবিতে কাজ করেছেন। নায়ক জিতের সঙ্গে তাঁর রসায়ন ছিল চোখে পড়ার মতো। নায়িকার আইটেম ডান্স বুঝিয়ে দিল কোনও গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিনি।

আইটেম ডান্স নিয়ে কীরকম ফিডব্যাক পাচ্ছেন? TV9 বাংলাকে সুস্মিতা জানালেন, ”এটা আমার প্রথম আইটেম নম্বর। তা-ও সুনিধি চৌহানের গলায় রয়েছে গানটা। নিজেকে ভাগ্যবান মনে করছি সেই কারণে। আইটেম ডান্স করার বিষয়টা সহজ নয়। কিন্তু আমি বিষয়টা উপভোগ করেছি। গানটা দর্শকের সামনে আসার পর থেকেই আমি ভালো ফিডব্যাক পাচ্ছি দর্শকের থেকে। পরিচালক অভিরূপ ঘোষকে ধন্যবাদ জানাতে চাই, এই গানটা আমাকে দেওয়ার জন্য। রানা মজুমদার, দেবাশিস দত্ত আর মুরলিধর শর্মাকে ধন্যবাদ জানাতে চাই, এমন একটা গান তৈরি করার জন্য। কোরিওগ্রাফার পঙ্কজ আর ওঁর টিমের কাছেও আমি কৃতজ্ঞ।”

লক্ষণীয়, বাংলা ছবিতে কিছুদিন আগে একটা আইটেম সংয়ে দেখা গিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সুস্মিতা চট্টোপাধ্যায় যে আইটেম সং করতে পারেন, সেরকম অনেকেই মনে করেননি। তবে গানটি সামনে আসার পর দর্শকদের নজর কাড়ছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবিতেও দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এই ছবিতে পার্নো মিত্র থাকবেন, সেটা ঠিক ছিল। তবে পার্নো এই ছবি করছেন না। তাই সুস্মিতার কাছে প্রস্তাব গিয়েছে। ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহার সঙ্গেই দেখা যাবে সুস্মিতাকে।