সুস্মিতার মেয়ে রেনের প্রিয় বন্ধুর ছবি প্রকাশ্যে, কে তিনি ?

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 30, 2021 | 4:33 PM

কিশোরী বেলার আড্ডা হোক বা গসিপ রেনের প্রিয় বন্ধু বলিউডেরই আর এক তারকা সন্তান।

সুস্মিতার মেয়ে রেনের প্রিয় বন্ধুর ছবি প্রকাশ্যে, কে তিনি ?
রেনে সেন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

রেনে (Renee) সেন। কোঁকড়া চুল, চশমা, মিষ্টি হাসির এই কিশোরী বলিউডের স্টার কিডদের তালিকায় প্রথম সারির নাম। সুস্মিতা সেনের (Sushmita Sen) বড় মেয়ে রেনেও এবার মায়ের মতো অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চলেছেন। ধীরে ধীরে প্রবেশ করছেন ইন্ডাস্ট্রিতে। শর্ট ফিল্ম ‘সুতাবাজি’তে অভিনয়ের ডেবিউও করে ফেলেছেন তিনি। দিন কয়েক আগে সুস্মিতার জন্মদিনে মুক্তি পেয়েছিল এই শর্ট ফিল্মের ট্রেলার। কিশোরী বেলার আড্ডা হোক বা গসিপ রেনের প্রিয় বন্ধু বলিউডেরই আর এক তারকা সন্তান। তিনি কে জানেন?

সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ রেনে। তাঁর নিজস্ব ফলোয়ারের সংখ্যাও কম নয়। কখনও মা সুস্মিতা এবং বোন আলিশার সঙ্গে ছবি শেয়ার করেন। কখনও থাকে দাদু, দিদিমার ছবি। আবার কখনও বা মায়ের বয়ফ্রেন্ড রোহমান শালের সঙ্গে পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। এবার ভার্চুয়ালিই সেই প্রিয় বন্ধুর সঙ্গে সকলের আলাপ করিয়ে দিলেন রেনে।

রেনে ইনস্টাগ্রামে ইরা খানের (Ira Khan) সঙ্গে ছবি শেয়ার করেছেন। আমির খানের (Aamir Khan) মেয়ে ইরা এবং রেনের মধ্যে বন্ধুত্ব খুব বেশি পুরনো নয়। কিন্তু মাত্র কয়েকদিনেই তাঁরা নাকি একে অপরের ভরসার জায়গা হয়ে উঠেছেন। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘এন্ডলেস কেক, কনভারসেশন অ্যান্ড লটস অব লভ।’

আরও পড়ুন, বউ বলেছে, এতদিন তো আমি জানতামই, এবার গোটা পৃথিবী জানে ‘মকবুল’ কত অনুগত: সাজি চৌধুরি

আমিরের মতো ফিল্মি দুনিয়ায় কেরিয়ার তৈরি করতে চান না ইরা। যদিও কিছুদিন আগেই একটি নাটক পরিচালনা করেছিলেন তিনি। ‘ইউরিপিডিস মিডিয়া’ নামের সেই নাটকে মুখ্য ভূমিকায় বলি অভিনেত্রী হেজেল কিচ অভিনয় করেছিলেন। কিন্তু পুরোদস্তুর ফিল্মি দুনিয়ায় কাজ করার ইচ্ছে নেই বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ইরা।

আরও পড়ুন, মুক্তির অপেক্ষায় সৌমিত্রর প্রথম এবং শেষ ওয়েব সিরিজ ‘নেক্সট’

কিছুদিন আগেই ইরা সোশ্যাল ওয়ালে লিখেছিলেন, ‘আমার অনেক কিছু করার রয়েছে। … কিন্তু কোনও কোনও সময় নিজের জন্যই বিরতি প্রয়োজন হয়। সেই বিরতিতে নিজের প্রতি দায়িত্ব, দায়বদ্ধতা পূরণ করতে হয়। ফের আমি কাজে ফিরছি। আমার জন্য অপেক্ষা করেছিলেন বলে ধন্যবাদ।’

একজন অভিনেত্রী হতে চান। আর একজন বলিউডের বাইরে কাজ করতে চান। কিন্তু দুই কন্যের মিল বন্ধুতায়।

Next Article