শুটিং চলাকালীন পড়ে গিয়ে আঘাত পেলেন স্বস্তিকা দত্ত

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 12, 2021 | 2:14 PM

স্বস্তিকা জানালেন, আগামী সপ্তাহে ‘কী করে বলব তোমায়’-এর টিম পাহাড়ে যাবে আউটডোর শুটিংয়ে। কোনও ভাবেই সেই শুটিং তিনি মিস করতে পারবেন না। ফলে তার আগে তাঁকে সুস্থ হতেই হবে।

শুটিং চলাকালীন পড়ে গিয়ে আঘাত পেলেন স্বস্তিকা দত্ত
স্বস্তিকা দত্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এর শুটিং চলাকালীন পড়ে গিয়ে পায়ে আঘাত পেলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta) । গত বুধবার স্টুডিওয়েই এই ঘটনা ঘটে। পায়ে ব্যথা নিয়েই গতকাল শুটিং করেছিলেন স্বস্তিকা। কিন্তু চিকিৎসকের কাছে তাঁকে নিয়ে যাওয়া এবং যাবতীয় পরীক্ষার পর জানা যায়, গোড়ালিতে হেয়ার লাইন ফ্র্যাকচার রয়েছে। ফলে আজ শুক্রবার শুটিংয়ে যেতে পারেননি তিনি। বাড়িতেই ছুটিতে রয়েছেন।

এদিন বাড়ি থেকে ফোনে স্বস্তিকা বলেন, “ফ্লোরে শুট চলাকালীন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছি। তখন রোলিং ছিল, ফলে ক্যামেরাতেও ধরা রয়েছে। গতকাল তা নিয়েই শুটিং করেছি। কিন্তু খুব ব্যথা হচ্ছিল। আজ অফ নিয়েছি। ডান পায়ের গোড়ালিতে কালশিটে পড়েছে, ফুলে গিয়েছে। সেদিনই প্রোডাকশন থেকে এক্স রে করাতে নিয়ে গিয়েছিল। বাবাও ডাক্তার দেখিয়েছেন। হেয়ার লাইন ক্র্যাক আছে। আমাকে এখন রেস্ট নিতে বলেছেন ডাক্তার।”

আরও পড়ুন, আমার প্রচুর গার্লফ্রেন্ড রয়েছে, তারা আমার রিয়েল লাইফ বেগম: প্লবিতা বড়ঠাকুর

স্বস্তিকা জানালেন, আগামী সপ্তাহে ‘কী করে বলব তোমায়’-এর টিম পাহাড়ে যাবে আউটডোর শুটিংয়ে। কোনও ভাবেই সেই শুটিং তিনি মিস করতে পারবেন না। ফলে তার আগে তাঁকে সুস্থ হতেই হবে।

‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের ক্রুশল আহুজা এবং স্বস্তিকা দত্ত দর্শকের দরবারে জনপ্রিয়। তাঁদের কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। এক বছরের বেশি সময় ধরে সফল ভাবে কোনও ধারাবাহিক চালানো খুব একটা সহজ কথা নয়। এর পিছনে বহু মানুষের পরিশ্রম জড়িয়ে থাকে। তাই অসুস্থতার মধ্যেও পেশাদার হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন স্বস্তিকা।

আরও পড়ুন, তৃতীয় লিঙ্গের মানুষদের ‘ফিরকি’তে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে: আর্যা

Next Article