৮ বছর পর ধারাবাহিকে স্বস্তিকা, কোন ধারাবাহিকের হাত ধরে ফিরছেন তিনি?

২০২৩ সালের ‘ফাটাফাটি’ ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করে যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি ২০২৪-এ ‘চালচিত্র’ ও ‘আলাপ’ ছবিতে তাঁর অভিনয় ছিল নজরকাড়া। ওয়েব সিরিজের দিকেও নজর দিলে দেখা যায়, ‘গভীর জলের মাছ’-এ স্বস্তিকার কাজ প্রশংসিত হয়েছে।

৮ বছর পর ধারাবাহিকে স্বস্তিকা, কোন ধারাবাহিকের হাত ধরে ফিরছেন তিনি?

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 15, 2025 | 6:21 PM

ছোট পর্দা থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ থেকে সিনেমা—সব মাধ্যমেই সাবলীল অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তবে তাঁর অভিনয়ের সফর শুরু হয়েছিল ছোট পর্দার হাত ধরেই। স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকের ‘গোপা’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। তারপর ধাপে ধাপে বড় পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রশংসা কুড়িয়েছেন।

২০২৩ সালের ‘ফাটাফাটি’ ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করে যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি ২০২৪-এ ‘চালচিত্র’ ও ‘আলাপ’ ছবিতে তাঁর অভিনয় ছিল নজরকাড়া। ওয়েব সিরিজের দিকেও নজর দিলে দেখা যায়, ‘গভীর জলের মাছ’-এ স্বস্তিকার কাজ প্রশংসিত হয়েছে। তাঁর নতুন সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ এবং ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তির অপেক্ষায়।

ফলে কাজ নিয়ে বেশ ব্যস্ত তিনি। সিরিজের কাজের জন্যে ছোট পর্দা থেকে নিয়েছিলেন বিরতি। তবে সেই কাজ মিটতে না মিটতেই আবার ছোট পর্দায় ফিরছেন স্বস্তিকা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে। সেই সময় তিনি জানিয়েছিলেন, বেশ কিছুদিন ছোট পর্দায় কাজ করবেন না। তবে ভাল চরিত্রের প্রস্তাব পেতেই তা গ্রহণ করলেন নায়িকা। অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা ও চরিত্রের গভীরতা তাঁকে আবার ফিরিয়ে আনল ছোট পর্দায়।

৮ বছর পর স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। পরিচালনায় স্নেহাশীষ চক্রবর্তী। ধারাবাহিকের ট্যাগলাইন—”হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মাঝে বেতও তুলে নিতে হয় শিক্ষা দেওয়াতে”, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, সমাজ বদলের আরও এক আধুনিক গল্প বলতে চলেছে এই ধারাবাহিক। সূত্রের খবর ইতিমধ্যেই শুরু হয়েছে শ্যুটিং।