শুটিংয়ের মাঝে ভয়ঙ্কর বিপদ, হাসপাতালে নিয়ে যেতে হল স্বস্তিকাকে, কী হয়েছে?

'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবির শুটিং করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে বনি সেনগুপ্তকে। লাভাতে ছবির আউটডোর শুটিং সেরে ফিরেছেন অভিনেত্রী। এবার শহরে শুটিং শুরু হয়েছে। কিন্তু ৩ জুলাই ঘটে গিয়েছে ভয়ঙ্কর বিপদ। স্বস্তিকা নিজেই ফেসবুকে এই খবর তাঁর অনুরাগীদের জানিয়েছেন।

শুটিংয়ের মাঝে ভয়ঙ্কর বিপদ, হাসপাতালে নিয়ে যেতে হল স্বস্তিকাকে, কী হয়েছে?

| Edited By: Bhaswati Ghosh

Jul 04, 2025 | 1:54 PM

‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে বনি সেনগুপ্তকে। লাভাতে ছবির আউটডোর শুটিং সেরে ফিরেছেন অভিনেত্রী। এবার শহরে শুটিং শুরু হয়েছে। কিন্তু ৩ জুলাই ঘটে গিয়েছে ভয়ঙ্কর বিপদ। স্বস্তিকা নিজেই ফেসবুকে এই খবর তাঁর অনুরাগীদের জানিয়েছেন।

তিনি লিখেছেন, ”আমি জানি সব কিছু একটা নির্দিষ্ট কারণেই ঘটে। কিন্তু…গত কাল শুটিং করার সময় পৃথিবীর অন্যতম খারাপ কষ্টের সম্মুখীন হয়েছি। তখনই প্রযোজনা সংস্থার তরফে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার কর্নিয়া ড্যামেজ হয়ে গিয়েছে। কখন, কীভাবে, কেমন করে, আমার কোনও ধারণা নেই। আমি এখন লড়াই করছি, সবচেয়ে খারাপ কষ্টের সঙ্গে।”

স্বস্তিকা যোগ করেছেন, ”আমি সমস্ত সহ-অভিনেতা, সহৃঅভিনেত্রীদের ধন্যবাদ দিতে চাই, যাঁরা আমার সঙ্গে সহযোগিতা করেছেন। এই ছবিটা আমার জন্য খুব স্পেশাল। আমি কথা দিচ্ছি, ছবিটাকে স্পেশাল করে তুলব। এটা আমার প্রমিস, যাই হয়ে যাক। ছবির পরিচালক, প্রযোজক সকলে শুটিংয়ের ক্ষেত্রে এমনভাবে প্ল্যানিং করছে যাতে আমার ট্রিটমেন্ট হতে পারে ঠিক করে, ডাক্তারের পরামর্শ নিয়ে শুটিংও করতে পারি।” স্বস্তিকা এটাও জানিয়েছেন, এই সপ্তাহে কিছু ব্র্যান্ডের শুটিং বাতিল করতে হয়েছে তাঁকে।

অভিনেত্রী অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন, সকলে যাতে তাঁর জন্য প্রার্থনা করেন। TV9 বাংলাকে স্বস্তিকা বললেন, ”সময়টা খারাপ যাচ্ছে। তবে চিকিত্‍সা শুরু হয়েছে।” অভিনেত্রী যে দ্রুত সুস্থ হয়ে সব ধরনের কাজে ফিরবেন, সেই ব্যাপারে আশাবাদী টলিপাড়ার সকলে।