AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জন্মদিন স্বস্তিকার, ‘বয়েস হইয়া গেল রে তোর’, লিখলেন শোভন

এ মাসেই জন্মদিন ছিল শোভনেরও। ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই সেলিব্রেশন করেছিলেন স্বস্তিকা। গাড়ির বনেটে চকোলেট কেক আর রাতের কলকাতা জুড়ে নেমে এসেছিল ভালবাসা। নিবিড় আলিঙ্গন জানিয়ে দিয়েছিল, "পাশে আছি..."। এ বার শোভনের পালা। ফুল মার্কস পেয়ে উতরে গেলেন তিনিও।

জন্মদিন স্বস্তিকার, 'বয়েস হইয়া গেল রে তোর', লিখলেন শোভন
কেক কেটে হল উদযাপন
| Updated on: Apr 23, 2021 | 9:35 AM
Share

পঁচিশে পা দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। রাত থেকেই চালু সেলিব্রেশন। কেক কেটে, বাড়ি সাজিয়ে চলল উদযাপন। বিশেষ বন্ধুর জন্মদিনে শোভনের উইশ যেন ‘চেরি অন দি কেক’। একসঙ্গে ছবি পোস্ট থেকে, কেকে কামড় বসিয়ে প্রথম সেলিব্রেশন চলল সবই…

তবে এরই মধ্যে নেটিজেনের পছন্দ শোভন এবং স্বস্তিকার অনস্ক্রিন ব্যান্টর। ‘বাচ্চা’কে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গেই শোভনের মজার পোস্ট, “বয়স হইয়া গেল রে তোর।”

আরও পড়ুন- করোনা কাড়ল জীবনের সুর, প্রয়াত আইকনিক ‘নদিম-শ্রবণ’ জুটির শ্রবণ রাঠোর

পাল্টা জবাব দিয়েছেন স্বস্তিকাও। শোভনের কাছে তাঁর আবদার, “নে, এ বার খাওয়া”। যার জন্মদিন সে ট্রিট দেওয়ার পরিবর্তে খেতে চাইছে! শোভনের সাফ ব্যাখ্যা, “যার জন্মদিন সে খাওয়ায় উল্লুক।” তাঁদের এই মিষ্টি কথোপকথন উপভোগ করেছেন ফ্যানেরাও। শুধু কি শোভন? ‘মিঠাই’ সৌমিতৃষা থেকে শুরু ‘নোরার মা’ অনিন্দিতা– স্বস্তিকার ফেসবুক জুড়ে আজ শুধুই উইশের ছড়াছড়ি। কিন্তু নেটিজেনদের নজরে স্বস্তিকার জন্য শোভনের পোস্টটি।

এ মাসেই জন্মদিন ছিল শোভনেরও। ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই সেলিব্রেশন করেছিলেন স্বস্তিকা। গাড়ির বনেটে চকোলেট কেক আর রাতের কলকাতা জুড়ে নেমে এসেছিল ভালবাসা। নিবিড় আলিঙ্গন জানিয়ে দিয়েছিল, “পাশে আছি…”। এ বার শোভনের পালা। ফুল মার্কস পেয়ে উতরে গেলেন তিনিও।

শোভন এবং স্বস্তিকার প্রেম নিয়ে এই কয়েক মাস আগেও উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। রটেছিল নানা ফেক নিউজও। ফেব্রুয়ারির শেষে সোশ্যাল মিডিয়ায় শোভনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। লাল পাঞ্জাবিতে শোভন আর শাড়িতে তিনি। হাসি-হাসি মুখ, স্বস্তিকার হাত ছুঁয়ে যাচ্ছে শোভনের পাঞ্জাবি। ব্যাক গ্রাউন্ডে আলো-আঁধারি কলকাতা যেন ভালবাসার রঙে যোগ করেছে অন্য মাত্রা। শোভনও একই ছবি শেয়ার করেছিলেন তাঁর ফেসবুক প্রোফাইলে। ক্যাপশনে শোভন লিখেছিলেন, “দুই দিয়ে গুন-দ্বিগুণ”। আর স্বস্তিকার ছোট্ট উত্তর, “হ্যাঁ”।

কীসের ‘হ্যাঁ’? প্রেম প্রস্তাবের? টিভিনাইন বাংলার কাছে প্রথম বার মুখ খুলেছিলেন স্বস্তিকা। বলেছিলেন, “ছবিটা তোলার সময় শোভন বলল ‘আরে একটু হাস’, তখনই হ্যাঁ বলেছিলাম ওকে।” শুধুই কি হাসিতে সম্মতি? কথাতেই তো বলে, “হাসি তো ফাঁসি”। স্বস্তিকার উত্তর, “ওর সব কিছুতেই হ্যাঁ বলি আমি। তাই এ বারেও হ্যাঁ।”

আর প্রেমে, সেখানেও হ্যাঁ? “ওই যে বলে না তিনটে ম্যাজিকাল শব্দ, কেউ কোনওদিনও বলিনি কাউকে। শোভনের সঙ্গে কথা বলতে ভাল লাগে, ওকে কম সময়ে অনেক বেশি চিনেছি। ওই তথাকথিত প্রস্তাব তো দিইনি কেউ কাউকে। তাই কেউ যদি জিজ্ঞাসা করে প্রেম কবে থেকে শুরু বলতে পারব না। কারণ শোভন আমার প্রেমিক কতটা জানি না, শুধু জানি যদি জীবনে কোনও দিন ফেডআপও হয়ে যাই ওর সঙ্গেই ফেডআপ হতে চাই।”