‘অহেতুক বিরক্ত করো না’, কী হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’-র নায়িকা স্বস্তিকার?

প্রসঙ্গত ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই ধারাবাহিক। তিন বছর হয়ে যাওয়ার পর এখনও এই ধারাবাহিকের যা টিআরপি তাতে, দর্শকদের যে পছন্দ হচ্ছে ধারাবাহিকটা, তা বুঝে নিতে অসুবিধা হয় না। দিব্যজ্যোতি দত্ত এই ধারাবাহিক করার পর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে অভিনয় করলেন। সেই ছবি মুক্তি পাবে ডিসেম্বর মাসে।

অহেতুক বিরক্ত করো না, কী হয়েছে অনুরাগের ছোঁয়া-র নায়িকা স্বস্তিকার?

| Edited By: Bhaswati Ghosh

Aug 04, 2025 | 7:59 AM

স্বস্তিকা ঘোষ বাঙালির ড্রয়িংরুমে এখন অত্যন্ত পরিচিত নাম। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে কয়েক বছর ধরে। তাঁর বিপরীতে প্রথম থেকেই দেখা গিয়েছে দিব্যজ্যোতি দত্তকে। স্বস্তিকা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিয়ো পোস্ট করতে বাধ্য হলেন। সেই ভিডিয়োতে নায়িকাকে অনুরোধ করতে হয়েছে, একটা জিনিস যাতে আর না ঘটে তার জন্য।

ঠিক কী হয়েছে? এই ভিডিয়োতে নায়িকা বলেন, ”আমি নিজেই একটা ফোন নম্বর শেয়ার করে নিয়েছিলাম। অহেতুক বিরক্ত করো না। ওটা আমার নম্বর নয়। আমার ম্যানেজারের নম্বর। কোনও অনুষ্ঠানের ব্যাপারে যোগাযোগ করার জন্যই, ওই নম্বরটা ভাগ করে নিয়েছিলাম। যাঁরা অহেতুক বিরক্ত করছ, তাঁরা বিরক্ত করো না।”

বুঝতে অসুবিধা হয় না, স্বস্তিকা অনুষ্ঠানের জন্য যোগাযোগ করার নম্বর দিলেও, তাঁর সঙ্গে সরাসরি কথা বলার ব্যাপারেই উত্‍সাহী হয়ে পড়েছেন কিছু অনুরাগী। সেই কারণে দিনভর ফোন করতে থেকেছেন তাঁরা। এর জন্যই বিরক্ত হয়েছেন অভিনেত্রী। আর সেই কারণে তাঁকে একটা ভিডিয়ো পোস্ট করতে হলো সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই ধারাবাহিক। তিন বছর হয়ে যাওয়ার পর এখনও এই ধারাবাহিকের যা টিআরপি তাতে, দর্শকদের যে পছন্দ হচ্ছে ধারাবাহিকটা, তা বুঝে নিতে অসুবিধা হয় না। দিব্যজ্যোতি দত্ত এই ধারাবাহিক করার পর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করলেন। সেই ছবি মুক্তি পাবে ডিসেম্বর মাসে। স্বস্তিকা আগামী দিনে ছবিতে কাজ করবেন কিনা, তা দেখার অপেক্ষা।