প্রাক্তনের বর্তমানের সঙ্গে এক ফ্রেমে! হাসাহাসি হতেই স্বস্তিকা বললেন…
Swastika Mukherjee: পিয়া ও তাঁর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। তাঁদের ছবি অথচ ডিজিটাল যুগে পরমব্রতের নাম টানা হবে না তা কী করে হয়? তাই নেটিজেনদের কেউ কেউ ছবির নীচে কমেন্ট বক্সে লিখতে ভুললেন না, স্বস্তিকা ও পিয়ার সঙ্গে পরমের 'সম্পর্ক'-এর কথা।

‘অনুপমেরও তো দু’টি বিয়ে, কই তা নিয়ে তো আলোচনা হচ্ছে না’– মাস কয়েক আগে পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে যখন চলছিল জোর সমালোচনা তখন এক সাক্ষাৎকারে পিয়ার পাশে দাঁড়িয়ে ঠিক এই কথাগুলিই বলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। একই সঙ্গে তাঁর ও পরমব্রতের ‘১০ বছর আগে ভেঙে যাওয়া প্রেম’ নিয়ে চর্চারও তিরস্কার করেছিলেন বেশ জোর গলাতেই। সে সময় এই সব মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হলেও আবার নেটিজেনদের আতসকাচে ‘টার্গেট’ স্বস্তিকা। নেপথ্যে তাঁর সাম্প্রতিক শেয়ার করা ছবি।
পিয়া ও তাঁর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। তাঁদের ছবি অথচ ডিজিটাল যুগে পরমব্রতের নাম টানা হবে না তা কী করে হয়? তাই নেটিজেনদের কেউ কেউ ছবির নীচে কমেন্ট বক্সে লিখতে ভুললেন না, স্বস্তিকা ও পিয়ার সঙ্গে পরমের ‘সম্পর্ক’-এর কথা। স্বস্তিকাও অবশ্য চুপ করে থাকার পাত্রী নন। দিলেন সমালোচনার জবাব। ছবি দেখে এক ব্যক্তি লেখেন, “পরমের প্রাক্তন ও পরমের বর্তমান বউ”। কমেন্ট বক্সে পাল্টা স্বস্তিকা লেখেন, “আপনি জিকে পরীক্ষায় ফার্স্ট হবেন। আর ভাগ্যিস মনে করিয়ে দিলেন। এটাই আমাদের একমাত্র পরিচয়। ভুলে গিয়েছিলাম। ধন্যবাদ।” তবু আলোচনা থামেনি। এক ফ্রেমে প্রাক্তন ও বর্তমান– নেটিজেনদের ‘রসিকতা’– ‘পরম থাকলে আরও ভাল হত’।
অনুপম রায়ের সঙ্গে বিচ্ছেদের পর পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন পিয়া চক্রবর্তী। তাঁদের বিয়ের খবর সামনে আসার পর থেকেই শুরু হয়েছে সুতীব্র সমালোচনা। বন্ধুর স্ত্রীকে কায়দা করে মোহিনী মায়ায় ফাঁসিয়ে বিয়ে করেছেন পরম— উঠেছিল এই সব কথাও। যদিও সম্প্রতি অনুপম রায় গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করায় সেই আলোচনা খানিক থিতিয়ে এসেছে। প্রাক্তনেরা ভাল আছেন নিজস্ব জীবনে– এই বা কম কীসের?





