AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার নিজের ঢাক নিজেই পেটাবেন! আর কারও প্রতি ‘ধন্য’ নন স্বস্তিকা

ব্রা-য়ের স্ট্র্যাপ থেকে পিরিয়ড নিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা। টলিউড-বলিউডের এত বছরের জার্নি এতটা সুখকর ছিল না অভিনেত্রীর।

এবার নিজের ঢাক নিজেই পেটাবেন! আর কারও প্রতি 'ধন্য' নন স্বস্তিকা
স্বস্তিকা।
| Updated on: Mar 27, 2021 | 10:13 AM
Share

তিনি বরবার স্পষ্টবাদী। খুব একটা কাউকে তোয়াক্কা করেন না অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কিছুদিন আগে সমাজের স্টিরিওটাইপ মানসিকতার দিকে বহুবার আঙুল তুলেছেন স্বস্তিকা। ব্রা-য়ের স্ট্র্যাপ থেকে পিরিয়ড নিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা। টলিউড-বলিউডের এত বছরের জার্নি এতটা সুখকর ছিল না অভিনেত্রীর।

 

আরও পড়ুন ভিডিয়ো: ‘রাস্তার ভেলপুরী খাওয়ার’ অভিজ্ঞতা কোনও দিন ভুলবেন না প্রসেনজিৎ

 

কত উতরাই-চরাই, ঘাত-প্রতিঘাত, ব্যথা-বেদনার মধ্যে দিয়ে আজ এত বড় নাম হয়ে উঠেছেন স্বস্তিকা। মাথার ঘাম পায়ে ফেলে নিজের স্থান অর্জন করেছেন স্বস্তিকা। যারা করেননি এতটুকু সাহায্য, কিন্তু আজ স্বস্তিকার সাফল্যের জন্য তাদেরই বলতে হবে, ধন্যবাদ! কেন?

 

সেই প্রশ্নের উত্তর দিলেন স্বস্তিকা। তাঁর সোশ্যাল পোস্টে তিনি লিখেছেন, ‘কেউ মাথায় ছাতা ধরেনি কোনও দিন, ধরবেও না। যা করার যেখানে পৌঁছনোর নিজেই পৌঁছেছি। খেটে মরে গেছি, যাচ্ছি, যাবও। অসুবিধে নেই। কিন্তু এক ফোঁটা সাফল্য যেই পাব পৃথিবী শুদ্ধ লোককে থ্যাঙ্ক ইউ বলে যেতে হবে। না বললে আবার তাদের মরমে ব্যথা লাগে। যেন সব দয়া করে কাজ দিয়েছে। আমার মতোন কেউ কাজটা করতে পারবে না বলেই লোকে দিয়েছে যা দেওয়ার। অনেক বয়স হল এবার একটু ঢাক পেটাই। সরি ধন্য হয়ে গেলাম এটা বলতে পারছি না। আপনারা একটু ধন্য হন। অনেক হল।’

সম্প্রতি ‘হইচই’এর নতুন ওয়েব সিরিজ ‘মোহমায়া’য় অভিনয় করলেন স্বস্তিকা। পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়। অভিনয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়। স্বস্তিকা-অনন্যার পাশাপাশি অভিনয় কতে দেখা যাবে বিপুল পাত্রকে।