বিয়ে ভাঙছে রুবেল-শ্বেতার! নিন্দকের মুখে ছাই দিয়ে যুগলে লিখলেন…

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 06, 2024 | 4:28 PM

Sweta-Rubel: ২০২৫ সালের প্রথমেই বিয়ের পিঁড়িতে বসছেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। দু'জনেই সিরিয়াল পাড়ার জনপ্রিয় মুখ। ছোট পর্দায় অভিনয় সূত্রেই তাঁদের আলাপ। বেশ কিছু দিন প্রেম পর্বের পর এবার বিয়ের পিঁড়িতে বসার পালা। এর মাঝেই নাকি ছন্দপতন। তাঁদের নাকি বিয়ে ভাঙছে।

বিয়ে ভাঙছে রুবেল-শ্বেতার! নিন্দকের মুখে ছাই দিয়ে যুগলে লিখলেন...

Follow Us

২০২৫ সালের প্রথমেই বিয়ের পিঁড়িতে বসছেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। দু’জনেই সিরিয়াল পাড়ার জনপ্রিয় মুখ। ছোট পর্দায় অভিনয় সূত্রেই তাঁদের আলাপ। বেশ কিছু দিন প্রেম পর্বের পর এবার বিয়ের পিঁড়িতে বসার পালা। এর মাঝেই নাকি ছন্দপতন। তাঁদের নাকি বিয়ে ভাঙছে।

এমনটাই শোনা গিয়েছিল ইন্ডাস্ট্রির অন্দরে। নিন্দকের মন্তব্যে যে কোনও গুরুত্ব দিতে রাজি নন তাঁরা সে কথা আগেই স্পষ্ট করেছিলেন। শ্বেতা-রুবেলের নতুন পোস্ট আরও একবার সে কথাই স্পষ্ট করল। একসঙ্গে নিজেদের আদুরে ছবি পোস্ট করেছেন যুগলে। যে ছবি পোস্ট করে তাঁরা লেখেন, “আমরা একসঙ্গে আছি। ভালবাসায় আছি।”

 

এই মুহূর্তে অভিনেত্রীকে দর্শক দেখছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে। অন্য দিকে রুবেলকে দেখা যাচ্ছে ‘নিমফুলের মধু’ সিরিয়ালে। এমনই সিরিয়ালের সেট থেকেই তাঁদের প্রেম। শোনা যাচ্ছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিয়েও করবেন তাঁরা। বিয়ের প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই নাকি ফটোগ্র্যাফারকে বলা হয়ে গিয়েছে। প্রস্তুতি অনেকটাই সারা হয়ে গিয়েছে। তবে এখনই বিয়ের তারিখ প্রকাশ্যে আনতে চান না তাঁরা। তাই তারিখ এখনও গোপনে রেখেছেন জুটিতে। খুব শীঘ্রই নাকি তাঁদের অনুরাগীদের জন্য আসতে চলেছে বড় চমক।

Next Article