হঠাত্‍ শ্বেতার দুয়ারে আগন্তুক, বিয়ের আগে নায়িকার শুটিং ফ্লোরে এক অন্য দৃশ্য

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 28, 2024 | 1:18 PM

জানুয়ারি মাসেই চারহাত এক হবে। প্রস্তুতি চলছে অনেক দিন ধরে। যদিও এখনও বিয়ের তারিখ প্রকাশ্য়ে আনেননি তাঁরা। কথা হচ্ছে শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের। গত ১৫ ডিসেম্বর আশীর্বাদ পর্ব সেরেছেন। খুবই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আশীর্বাদের অনুষ্ঠান হয়েছে। এবার শুরু আইবুড়োভাত পর্ব।

হঠাত্‍ শ্বেতার দুয়ারে আগন্তুক, বিয়ের আগে নায়িকার শুটিং ফ্লোরে এক অন্য দৃশ্য

Follow Us

জানুয়ারি মাসেই চারহাত এক হবে। প্রস্তুতি চলছে অনেক দিন ধরে। যদিও এখনও বিয়ের তারিখ প্রকাশ্য়ে আনেননি তাঁরা। কথা হচ্ছে শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের। গত ১৫ ডিসেম্বর আশীর্বাদ পর্ব সেরেছেন। খুবই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আশীর্বাদের অনুষ্ঠান হয়েছে। এবার শুরু আইবুড়োভাত পর্ব। সাধারণত পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা এবং কাছের বন্ধুরা আইবুড়োভাতের আয়োজন করে। কিন্তু বিয়ের আগে এক দারুণ সারপ্রাইজ পেলেন শ্বেতা।

তবে নায়িকার ক্ষেত্রে ঘটল এক অন্যরকমের ঘটনা। না , কোনও ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুবান্ধবদের থেকে স্পেশ্যাল ট্রিট পেলেন তেমনটা নয়। আবার স্টুডিয়োপাড়ার কোনও সহকর্মীও যে তাঁকে স্পেশ্যাল আইবুড়োভাত খাওয়ালেন তেমনটা নয়। এমন একজন তাঁর জন্য আইবুড়োভাতের আয়োজন করলেন যে তা দেখে রীতিমতো অবাক অভিনেত্রী নিজেই। কাজের সূত্রে অনেকের ভালবাসা পান তাঁরা। শহরের বিভিন্ন প্রান্তের মানুষ প্রিয় নায়ক বা নায়িকাকে একঝলক দেখার অপেক্ষায় থাকেন।

 

প্রিয় নায়িকা শ্বেতার জন্য স্টুডিয়োতেই আইবুড়োভাতের আয়োজন করলেন তাঁর এক অনুরাগী। সেই ছবিই সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। কাঁসার থালায় পঞ্চব্যঞ্জন সাজিয়ে শ্বেতার জন্য আইবুড়োভাতের আয়োজন করলেন তিনি। সেই সঙ্গে পরিয়ে দিলেন সোনার পলা। উপহার দিলেন একটি শাড়িও। আর এই আয়োজন দেখে আপ্লুত নায়িকা। নিজের আইবুড়োভাতের ছবি পোস্ট করে শ্বেতা লেখেন, “আইবুড়োভাত। একজন অচেনা মানুষ শুধুমাত্র আমার কাজ ভালবেসে আমায় মন থেকে বোন মেনে সব কিছু আয়োজন করে শুটিং ফ্লোরে এসে আমাকে খাইয়ে গিয়েছেন। ধন্যবাদ দিদি। আপনি খুব খুব ভাল থাকুন আর এই ভাবেই আশীর্বাাদ করুন।”

Next Article
সলমনের জন্মদিনের বিশেষ আয়োজন অম্বানিদের, ছবি দেখলে চমকে যাবেন
বড়দিনে জ্যাকলিনকে বড় উপহার কনম্যান সুকেশের, জেল থেকে কী লিখলেন তিনি?