Taapsee Pannu: ‘দয়া করে এবার আর চিৎকার করবেন না’, তাপসীকে সরাসরি তোপ, তারপর

Controversy: বলিউডের এটা খুব চেনা ছবি। কিন্তু সেদিন তাঁদের দাবি মিটিয়ে পোস্ট দিতে নারাজ ছিলেন। এক প্রকার সকলকে ঠেলে সরিয়ে দিয়েই এগিয়ে যাচ্ছিলেন তিনি।

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 17, 2022 | 3:47 PM

1 / 7
বরাবরই তাপসী পান্নু স্পষ্ট বক্তা। মনের কথা মুখে উঠে আসতে খুব একটা বেশি সময় নেয় না এই অভিনেত্রীর ক্ষেত্রে। যার ফলে অধিকাংশ সময়ই দেখা যায় বিতর্কের কেন্দ্রে এই অভিনেত্রীকে জায়গা করে নিতে।

বরাবরই তাপসী পান্নু স্পষ্ট বক্তা। মনের কথা মুখে উঠে আসতে খুব একটা বেশি সময় নেয় না এই অভিনেত্রীর ক্ষেত্রে। যার ফলে অধিকাংশ সময়ই দেখা যায় বিতর্কের কেন্দ্রে এই অভিনেত্রীকে জায়গা করে নিতে।

2 / 7
কাজের বিষয় ও নিজের কেরিয়ার প্রসঙ্গে বরাবরই তাপসী বেশ সচেতন। ফলে সময়ানুবর্তিতা নিয়ে কাউকে কোনদিন প্রশ্ন করার অবকাশ রাখেননি এই সেলেব। আর ঠিক সেই কারণেই একবার পাপরাৎজিদের চোখে রীতিমতো খারাপ হয়েছিলেন তা তাপসী।

কাজের বিষয় ও নিজের কেরিয়ার প্রসঙ্গে বরাবরই তাপসী বেশ সচেতন। ফলে সময়ানুবর্তিতা নিয়ে কাউকে কোনদিন প্রশ্ন করার অবকাশ রাখেননি এই সেলেব। আর ঠিক সেই কারণেই একবার পাপরাৎজিদের চোখে রীতিমতো খারাপ হয়েছিলেন তা তাপসী।

3 / 7
ঘড়ি ধরে সময় মতো এক অনুষ্ঠানে পৌঁছতে না পারায় তড়িঘড়ি পা চালালেন তাপসী। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর অপেক্ষায় বেশ কিছুক্ষন ধরে সেই চত্বরেই দাঁড়িয়ে ছিলেন একাধিক চিত্রগ্রাহকেরা।

ঘড়ি ধরে সময় মতো এক অনুষ্ঠানে পৌঁছতে না পারায় তড়িঘড়ি পা চালালেন তাপসী। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর অপেক্ষায় বেশ কিছুক্ষন ধরে সেই চত্বরেই দাঁড়িয়ে ছিলেন একাধিক চিত্রগ্রাহকেরা।

4 / 7
বলিউডের এটা খুব চেনা ছবি। কিন্তু সেদিন তাঁদের দাবি মিটিয়ে পোস্ট দিতে নারাজ ছিলেন। এক প্রকার সকলকে ঠেলে সরিয়ে দিয়েই এগিয়ে যাচ্ছিলেন তিনি। এতেই ঘটে বিপত্তি। একজন সব পাট মন্তব্য করে বসেন তিনি দু মিনিটের জন্য সময় দিতে পারছেন না! আর তারা এতক্ষন ধরে অপেক্ষা করেছেন।

বলিউডের এটা খুব চেনা ছবি। কিন্তু সেদিন তাঁদের দাবি মিটিয়ে পোস্ট দিতে নারাজ ছিলেন। এক প্রকার সকলকে ঠেলে সরিয়ে দিয়েই এগিয়ে যাচ্ছিলেন তিনি। এতেই ঘটে বিপত্তি। একজন সব পাট মন্তব্য করে বসেন তিনি দু মিনিটের জন্য সময় দিতে পারছেন না! আর তারা এতক্ষন ধরে অপেক্ষা করেছেন।

5 / 7
মুহূর্তে বিতর্কে জড়িয়ে পড়েন তাপসী। স্পষ্ট জানিয়ে দেন তিনি কাউকে দাঁড়িয়ে থাকতে বলেননি। যদিও এক্ষেত্রে সমস্ত দায়বাতায় সেলিব্রিটিদেরই। উল্টো দিকের মানুষটা ঠিক কি কি ভুল করছে তা কারো সামনে আসে না। এমনই ভাবে পাল্টা আক্রমণ করতে সেদিন অভিনেত্রী পিছপা হননি।

মুহূর্তে বিতর্কে জড়িয়ে পড়েন তাপসী। স্পষ্ট জানিয়ে দেন তিনি কাউকে দাঁড়িয়ে থাকতে বলেননি। যদিও এক্ষেত্রে সমস্ত দায়বাতায় সেলিব্রিটিদেরই। উল্টো দিকের মানুষটা ঠিক কি কি ভুল করছে তা কারো সামনে আসে না। এমনই ভাবে পাল্টা আক্রমণ করতে সেদিন অভিনেত্রী পিছপা হননি।

6 / 7
এবার সেই অতীত উস্কে আবারও মন্তব্য করলেন তাপসী পান্নু। আয়ুষ্মান খুরানার বাড়িতে দিওয়ালি পার্টি, এদিনও বেশ দেরি করে পৌঁছালেন তাপসী পান্নু। তাকে দেখা মাত্রই এক চিত্রগ্রাহক বলে উঠলেন, দয়া করে আজ চিৎকার করবেন না।

এবার সেই অতীত উস্কে আবারও মন্তব্য করলেন তাপসী পান্নু। আয়ুষ্মান খুরানার বাড়িতে দিওয়ালি পার্টি, এদিনও বেশ দেরি করে পৌঁছালেন তাপসী পান্নু। তাকে দেখা মাত্রই এক চিত্রগ্রাহক বলে উঠলেন, দয়া করে আজ চিৎকার করবেন না।

7 / 7
তবে এদিন আর রুদ্রমূর্তি নয়। তাপসী পান্নু হেসেই জানালেন রাগ করার মত কাজ না করলেই তিনি, রাগ করবেন না। ব্যাস এতেই গোলে জল পুরনো যত জমে থাকা অভিমান। সকলের সামনে পোজ দিয়ে এদিন চিত্র গ্রাহকদের মন ভরিয়ে দিলেন তাপসী পান্নু।

তবে এদিন আর রুদ্রমূর্তি নয়। তাপসী পান্নু হেসেই জানালেন রাগ করার মত কাজ না করলেই তিনি, রাগ করবেন না। ব্যাস এতেই গোলে জল পুরনো যত জমে থাকা অভিমান। সকলের সামনে পোজ দিয়ে এদিন চিত্র গ্রাহকদের মন ভরিয়ে দিলেন তাপসী পান্নু।