AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কষ্ট পাচ্ছেন তাপসী পান্নু! তার আসল কারণ জানেন?

২০২১কে পাখির চোখ করেছেন তাপসী। তাঁর হাতে রয়েছে ‘রেশমী রকেট’-এর মতো ছবি।

কষ্ট পাচ্ছেন তাপসী পান্নু! তার আসল কারণ জানেন?
তাপসী পান্নু। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Dec 16, 2020 | 11:38 AM
Share

বলিউডে ধীরে ধীরে অভিনয় দক্ষতায় পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন তাপসী পান্নু। যে কোনও প্রজেক্টে এখন আর রাজি হন না নায়িকা। বরং ছবির চিত্রনাট্য এবং তাঁর চরিত্রের কতটা পারফর্ম করার জায়গা রয়েছে, তা বিচার করেন আগে। যে কোনও চরিত্রের জন্য শেষ পর্যন্ত পরিশ্রম করতে রাজি তিনি। আর তেমনই এক কষ্টকর পরিশ্রমের জার্নি এবার শেষ হল।

২০২১কে পাখির চোখ করেছেন তাপসী। তাঁর হাতে রয়েছে ‘রেশমী রকেট’-এর মতো ছবি। এই ছবিতে এক অ্যাথলেটের ভূমিকায় অভিনয় করবেন। শুটিং শুরুর আগে ট্র্যাকে হাড়ভাঙা পরিশ্রম করতে হচ্ছে তাঁকে। নিতে হচ্ছে বিশেষ ট্রেনিং। রয়েছে জিম সেশনও। তার জন্যই প্রবল কষ্ট করতে হচ্ছে। কিন্তু সবটাই তিনি করছেন হাসি মুখে।

View this post on Instagram

A post shared by Taapsee Pannu (@taapsee)

বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় তাঁর ট্রেনিংয়ের ভিডিও পোস্ট করেছেন তাপসী। শেয়ার করেছেন নিজের ট্রেনিং জার্নি। ক্যাপশনে তাপসী লিখেছেন, “আজ রেশমী রকেটের জন্য আমার অ্যাথলিট ট্রেনিং শেষ করলাম। এই জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। পুরোটা না পারলেও কিছুটা শেয়ার করি। যদি এটা দেখে আপনাদের কৌতূহল তৈরি হয়, তাহলে জানব আমার পরিশ্রম সার্থক। পুরো জার্নিটা ভবিষ্যতে আসবে।”

আরও পড়ুন, বন্ধুদের সঙ্গে ব্যাচেলার্স পার্টিতে কী কী করলেন তৃণা?

এই ছবিতে এক গুজরাতি অ্যাথলেটের ভূমিকায় অভিনয় করছেন তাপসী। চরিত্রের প্রয়োজনে বিশেষ ডায়েটে রয়েছেন তিনি। নিউট্রিশনিস্ট, ফিজিওথেরাপিস্ট, ট্র্যাক ট্রেনার, অ্যাথলেট কোচ, জিম ট্রেনার- বিভিন্ন পেশার পেশাদারের পরামর্শ নিয়ে নিজের দৈনন্দিন রুটিন সাজিয়েছেন। আকর্ষ খুরানা রয়েছেন পরিচালনার দায়িত্বে। তাপসীর স্বামীর চরিত্রে অভিনয় করবেন প্রিয়াংশু পানিয়ুলি।

আরও পড়ুন, নিজেকে বদলে ফেললেন মিলিন্দ সোমন! কিন্তু কীভাবে?

অনুভব সিনহা পরিচালিত ‘থাপড়’ তাপসীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। কিছুদিন আগে ‘হাসিনা দিলরুবা’-র শুটিং শেষ করেছেন। আপাতত পাখির চোখ ‘রেশমি রকেট’। সব কিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে এই ছবি।