কমোডের উপর পা তুলে বসে, কীভাবে এলেন নোংরা বাথরুমে, উত্তর খুঁজছেন তাপসী

এক সাক্ষাৎকারে নিজের চরিত্র প্রসঙ্গে বলেন, “স্যাভি ভীষণ চঞ্চল, আমার উন্মাদ প্রতিভায় এক নতুন সংযোজন। যে ভাবে ছবির বৈশিষ্ট নষ্ট না করে ‘রান লোলা রান’-এর ভারতীয় সংস্করণটি নির্মিত হয়েছে তা দেখে আমি মুগ্ধ। ছবিতে এক রসবোধ আছে। ছবির থিমের সঙ্গে স্টাইলটা ওতপ্রোতভাবে জড়িয়ে।”

কমোডের উপর পা তুলে বসে, কীভাবে এলেন নোংরা বাথরুমে, উত্তর খুঁজছেন তাপসী
তাপসী পান্নু।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2021 | 7:54 PM

গত সপ্তাহে তিনি গোয়ায় ছিলেন। ‘লুপ লপেটা’র শুটিংয়ের শেষ শিডিউলে ছিলেন অভিনেত্রী তাপসী পান্নু। আর আজ ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন তাপসী।

থ্রিলারধর্মী এ ছবিতে অভিনয় করছেন আকাশ ভাটিয়া। ছবিতে তাহির রাজ ভাসিন রয়েছে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। জার্মানের অত্যন্ত জনপ্রিয় ছবি ‘রান লোলা রান’-এর রিমেকে নির্মিত এই হিন্দি ছবি। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তাপসী সবুজ রঙের এক টিশার্ট, ব্ল্যাক শর্টস পরে বসে রয়েছেন এক নোংরা কমোডে। তাঁর ডানপায়ে রয়েছে লাল ব্রেস। পায়ে স্পোর্ট্স শু। হাতে এক টুকরো কাগজ।

আরও পড়ুন  ফিল্ম শেষ না হওয়া পর্যন্ত কোথাও বেরনো যাবে না! ভিকি-মানুষী শুরু করলেন ছবির শুটিং

ক্যাপশানে লিখেছেন, ‘জীবনে কিছু কিছু সময় আসে যখন নিজেকে এই প্রশ্ন করতে হয় যে আমি কীভাবে এমন অবস্থায় পৌঁছলাম? আমিও এটাই ভাবি। না এই নোংরা কমোড নয়, নোংরা জীবন। হাই আমি স্যাভি, আপনাদের এরকম এক উন্মত্ত যাত্রায় স্বাগত।’

View this post on Instagram

A post shared by Taapsee Pannu (@taapsee)

এক সাক্ষাৎকারে নিজের চরিত্র প্রসঙ্গে বলেন, “স্যাভি ভীষণ চঞ্চল, আমার উন্মাদ প্রতিভায় এক নতুন সংযোজন। যে ভাবে ছবির বৈশিষ্ট নষ্ট না করে ‘রান লোলা রান’-এর ভারতীয় সংস্করণটি নির্মিত হয়েছে তা দেখে আমি মুগ্ধ। ছবিতে এক রসবোধ আছে। ছবির থিমের সঙ্গে স্টাইলটা ওতপ্রোতভাবে জড়িয়ে।”

‘লুপ লপেটা’ ছাড়াও তাপসী মিথিলা রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’-তে অভিনয় করছেন। সম্প্রতি ‘হসিন দিলরুবা’ এবং ‘রশমি রকেট’-এর অভিনয় শেষ করলেন তাপসী।