বিয়ের পিঁড়িতে মিথিলার প্রাক্তন স্বামী তাহসান, অভিনেতার পাত্রী কে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 04, 2025 | 6:03 PM

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই আলোচনার শেষ নেই। সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশি নায়ক। গায়ে হলুদের ছবি প্রকাশের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা তুঙ্গে।

বিয়ের পিঁড়িতে মিথিলার প্রাক্তন স্বামী তাহসান, অভিনেতার পাত্রী কে?

Follow Us

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই আলোচনার শেষ নেই। সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশি নায়ক। গায়ে হলুদের ছবি প্রকাশের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও তিনি নিজেই বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলোকে’ জানিয়েছেন যে বিয়ে এখনও হয়নি এবং শনিবার সন্ধ্যায় তিনি বিস্তারিত জানাবেন।

তাহসান ও রূপটান শিল্পী রোজা আহমেদের সম্পর্ক নিয়ে আলোচনা বহু দিনের। যদিও এর আগে প্রকাশ্য়ে তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে কোনও কথা বলেননি। বাংলাদেশি অভিনেত্রী রফিয়াদ রশিদ মিথিলা ও তাহসান তাঁদের দীর্ঘ ১১ বছরের দাম্পত্যের ইতি টানেন ২০১৭ সালে। এরপর অভিনেত্রী বিয়ে করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। যদিও তাঁরা তাঁদের মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথভাবে পালন করছেন। এমনকি মিথিলার বর্তমান স্বামী সৃজিতের সঙ্গেও ভাল সম্পর্ক আয়রার।

তাহসানের নতুন করে পথচলা নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই ছিল। সংবাদ পাঠিকার সঙ্গে বনানীতে দেখা করা বা অভিনেত্রী তাসনিয়া ফারিনের সঙ্গে নাম জড়ানো— সব কিছুই তাঁর ব্যক্তিগত জীবনের প্রতি মানুষের আগ্রহকে প্রতিনিয়ত বাড়িয়ে তোলে। তবে, বর্তকমানে রোজা আহমেদের সঙ্গে নায়কের জীবনের নতুন অধ্য়ায় শুরুর ঘটনা সকলের আলোচ্য বিষয়। কীভাবে এই নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিলেন তিনি? তা জানতে অবশ্যই অভিনেতার সমাজমাধ্যমের দিকে নজর সকলের।

Next Article