Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আবারও দুঃসংবাদ, করোনায় প্রয়াত হলেন চিত্র পরিচালক

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সুরকার শ্রবণ রাঠোর। কুম্ভ মেলা থেকে ঘুরে আসার পর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

আবারও দুঃসংবাদ, করোনায় প্রয়াত হলেন চিত্র পরিচালক
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তামিল চিত্রপরিচালক থামাইরা।
Follow Us:
| Updated on: Apr 27, 2021 | 9:19 PM

সিনেদুনিয়ার আবারও খারাপ খবর। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তামিল চিত্রপরিচালক থামাইরা। বয়স হয়েছিল মাত্র ৫৩বছর। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, দিন কুড়ি আগে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। এর পরেই এ দিন চেন্নাইয়ের ওই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর এক কন্যা এবং তিন পুত্র রয়েছে।

কিংবদন্তী চিত্র পরিচালক কে বালচাদনের এবং ভারতীরাজার সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন থামাইরা। নিজের পরিচালনায় তাঁর প্রথম ছবি ‘রেট্টাইসুজি’। এ ছাড়াও আন দেবাথি, মাই পারফেক্ট হাজব্যান্ডের মতো ওয়েব সিরিজ পরিচালনা করেছেন তিনি।

আরও পড়ুন-গুরুতর অসুস্থ অনামিকা সাহা, চলছে অক্সিজেন, ফুসফুসেও ছড়িয়েছে সংক্রমণ

তাঁর মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। কিছু দিন আগেই প্রয়াত হয়েছে দক্ষিণী ছবির কিংবদন্তী অভিনেতা বিবেক। আবারও এক অপূরণীয় ক্ষতি। সুরকার গিব্রান টুইটারে লেখেন, “আর এক নক্ষত্রকে হারালাম আমরা। থামাইরা স্যর কখনই পয়সা বা খ্যাতির পিছনে ছোটেননি। ওঁর সঙ্গে কাজ করা আমার কাছে উপহার স্বরূপ ছিল। পরিবারের জন্য সমবেদনা রইল।”

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সুরকার শ্রবণ রাঠোর। কুম্ভ মেলা থেকে ঘুরে আসার পর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর।