‘আমার কাছেও ফুটেজ রয়েছে’, মিমিকে ট্যাগ করার হুঁশিয়ারি, হম্বিতম্বি করেও গ্রেফতার সেই শাস্ত্রী

গত ২৫ শে জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে হেনস্তা ও অপমানের অভিযোগ উঠেছিল। অভিনেতা মিমি চক্রবর্তী শ্রী তনয় শাস্ত্রীর নামে বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছিলেন । সেই অভিযোগের ভিত্তিতে শ্রী তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে ।

আমার কাছেও ফুটেজ রয়েছে, মিমিকে ট্যাগ করার হুঁশিয়ারি, হম্বিতম্বি করেও গ্রেফতার সেই শাস্ত্রী

| Edited By: আকাশ মিশ্র

Jan 29, 2026 | 4:43 PM

গ্রেফতার বনগাঁর শ্রী তনয় শাস্ত্রী। যে তনয় শাস্ত্রীর হাতে স্টেজের উপর হেনস্থার শিকার হয়েছিলেন মিমি চক্রবর্তী। যে তনয় শাস্ত্রীই মিমিকে মঞ্চ থেকে নামতে বলেছিলেন। এমনকী, পরে বিষয়টি নিয়ে মিমি সরব হলে, মিমিক হুঁশিয়ারি দিয়েছিলেন। বৃহস্পতিবার মিমির করা অভিযোগের ভিত্তিতেই বনগাঁ থানার পুলিশ গ্রেফতার করল তনয় শাস্ত্রীকে।

গত ২৫ শে জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে হেনস্তা ও অপমানের অভিযোগ উঠেছিল। অভিনেতা মিমি চক্রবর্তী শ্রী তনয় শাস্ত্রীর নামে বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছিলেন । সেই অভিযোগের ভিত্তিতে শ্রী তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে ।

তনয় শাস্ত্রীর গ্রেফতার নিয়ে কী বললেন মিমি?

Tv9 বাংলাকে মিমি জানিয়েছেন, ”যে দোষ করে সে শাস্তি পাবে। আর এতদিন ধরে আমার যে হেনস্থা হচ্ছিল, আমার নামে বার বার মিথ্যা অপবাদ দেওয়া, প্রত্যেকটা চ্যানেলে, প্রত্যেকটা মিডিয়ায়। সেটা জ্বলজ্বল করে প্রত্যেকটা জায়গায় ধরে তুলছে। চুপ থাকার তো একটা সীমা থাকে তাই না! আর একটা মেয়ে হেনস্থা হচ্ছে, সেটাকে গুরুত্ব না দিয়ে, সেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটা মিথ্যা অপবাদ দিয়ে যে আমি লেট করেছি।”

মিমির বিরুদ্ধে ওঠা দেরি করে অনুষ্ঠানে যাওয়ার অভিযোগ নিয়ে বলতে গিয়ে, মিমি বলেন, ”আমি কেরিয়ার শুরু করেছি প্রায় ২০১০-এর আগে থেকে। ইন্ডাস্ট্রিতে কেউ, কখনও বলতে পারবে না যে আমি পাঁচ মিনিট দেরি করে এসেছি। বরং দশ মিনিট, পনেরো মিনিট আগে ঢুকে যাই প্রত্যেকটা জায়গায়। আজকে একটা মেয়ে হেনস্থা হয়েছে, সেটাকে পেছনে রেখে যদি মিথ্যা প্রচার করে কেউ, তাহলে তার তো এটাই হবে। আর আমি এটাই বলতে চাই, এটা শেষ নয়, এটা শুধু শুরু। আমি এটার শেষ দেখব বলেছিলাম, আমি এবার এটার শেষ নিশ্চয়ই দেখব।”

ঠিক কী ঘটেছিল?

রবিবার বনগাঁর নয়াগ্রামে একটি অনুষ্ঠান ছিল মিমি চক্রবর্তীর। উদ্যোক্তা নয়াগোপাল গুঞ্জ যুবক সঙ্ঘ ক্লাব। রাত পৌনে বারোটায় স্টেজে উঠেছিলেন মিমি চক্রবর্তী। অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি স্টেজে উঠে পড়েন। মিমির গানের মাঝে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মিমিকে তিনি স্টেজ থেকে নেমে যেতে বলেন। তাতে অপমানিত বোধ করেন মিমি। অভিযুক্ত তনয় শাস্ত্রী ক্লাবেরই কর্মকর্তা বলে জানা গিয়েছে। বনগাঁ থানায় এফআইআর দায়ের করেন মিমি।