দেওয়াল লিখন দিয়ে ‘নতুন শুরু’ তনুশ্রীর

স্বরলিপি ভট্টাচার্য | Edited By: arunava roy

Mar 20, 2021 | 5:29 PM

কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা যেত তাঁকে। তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে টলিউডের অনেক চেনা মুখের মতো তিনিও থাকতেন। টলিউডে দলবদলের হাওয়ায় তনুশ্রীর বিজেপিতে যোগদান নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে।

দেওয়াল লিখন দিয়ে ‘নতুন শুরু’ তনুশ্রীর
এই ছবিই শেয়ার করেছেন তনুশ্রী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

হলুদ রঙা ওড়না। টেনে বাঁধা পনিটেল। মাথায় কয়েক টুকরো গাঁদা ফুলের টুকরো। ব্রাশে হলুদ রং নিয়ে দেওয়ালে লেখা নিজের নামের ওপর রং বোলাচ্ছেন তিনি। অর্থাৎ অভিনেত্রী (Actress) তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)।

না! তনুশ্রীর এই রূপ আগে কেউ দেখেননি। পর্দার ওপারে এত বছর তাঁকে দেখেছেন দর্শক। মাঠে নেমে রাজনীতি, ভোট প্রচার, প্রার্থী পদ প্রাপ্তি, দেওয়াল লিখন… এ সব তনুশ্রীর রোজনামচায় নতুন সংযোজন। তবে পূর্ণ উদ্যোমে নতুন পথে এগোচ্ছেন তিনি।

নিজের দেওয়াল লিখনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তনুশ্রী লিখেছেন, ‘নতুন শুরু’। আক্ষরিক অর্থেই তাঁর নতুন পথ চলা। বহু মানুষ যেমন শুভেচ্ছা জানিয়েছেন, আবার অনেকে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে এতটাই অবাক হয়েছেন যে আলাদা করে কোনও প্রতিক্রিয়া দিতেই পারেননি।

কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা যেত তাঁকে। তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে টলিউডের অনেক চেনা মুখের মতো তিনিও থাকতেন। টলিউডে দলবদলের হাওয়ায় তনুশ্রীর বিজেপিতে যোগদান নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। কারণ তাঁর সরাসরি রাজনীতিতে যোগদানের বিষয়ে ইন্ডাস্ট্রিতে কারও কাছেই কোনও ইচ্ছে প্রকাশ করেননি। সেই জায়গা থেকে রাজনীতিতে যোগদান করেছেন নায়িকা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির টিকিটে শ্যামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতাও করবেন তিনি।

কখনও শ্যামপুর অঞ্চলে কর্মী বৈঠক, কখনও বা কৃষক পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ- গ্ল্যামারাস ব্যক্তিত্বকে দূরে সরিয়ে রেখে এখন ঘরের মেয়ে হয়ে উঠতে চাইছেন তিনি। এ তাঁর নতুন চ্যালেঞ্জ।

আরও পড়ুন, ‘নতুন কিছুর দিকে তাকিয়ে রয়েছি’, ঐন্দ্রিলার পোস্ট কি ইঙ্গিতবাহী?

Next Article