১৪ অগাস্ট। রাত শাসন করবে মেয়েরা। গোটা বাংলা জুড়ে মেয়েরা নামবে পথে। রাত ১১.৫৫ থেকে দিকে দিকে মোড়ে মোড়ে জমবে ভিড়। তিলোত্তমা-র হয়ে আওয়াজ তোলা মহিলারা নামছে পথে। আন্দোলনে সামিল। সকলে কণ্ঠ মিলিয়ে বলছে- বিচার চাই বিচার চাই। রাত শাসনের পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই সিদ্ধান্তকেই সম্মান জানিয়ে এবার কঠিন বাস্তবকে পাল্টানোর স্বপ্ন দেখছেন পরিচালক তথা অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় করলেন এক দীর্ঘ পোস্ট। সমাজ বদলের স্বপ্ন দেখছেন তিনি।
কী লিখলেন দীর্ঘ পোস্টে?
‘এটা যেন সত্যি হয়…সাঁ সাঁ শব্দ করে সাইলেন্সার হীন যে বাইকটা পাশ দিয়ে বেরিয়ে গেলো সেটার চালক একজন মহিলা। যে দু তিনজন বন্ধু গালিগালাজ করতে করতে হালকা বেসামাল হয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তারাও সবাই মেয়ে। পানশালায় ছেলেটির পোল ডান্স দেখে যারা চিৎকার করছে, সিটি দিচ্ছে তাদের মধ্যে একজনও ছেলে নেই। অন্ধকার গলির মুখে জটলা করে যে কজন মদ খেয়ে হল্লা করছে, তারা সবাই মেয়ে। লরি থামিয়ে ঘুষের দশ টাকা নিচ্ছে একজন মহিলা কন্সটেবল। ফুটপাতে শুয়ে থাকা মেয়েটা একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ায় একটা বিড়ি ধরাল। সিনেমা শেষ হতে অনেক রাত হয়েছে তাই প্রেমিককে বাড়ি পৌঁছতে এসেছে প্রেমিকা। যে চারজন আজ রাতে ডাকাতি করতে বেরিয়েছে কালো মাংকি ক্যাপ পড়ে তারা সবাই মেয়ে। স্যানিটারি ন্যাপকিন কুচিয়ে ছিঁড়ে জানলা দিয়ে ওড়াচ্ছে ছোটো দুই বোন, হাওয়ায় ভাসছে, ছড়িয়ে পড়ছে শহরের দিকে। ছেলের ফিরতে রাত হয়ছে তাই মা রাস্তার মোড় অবধি খালি পায়চারি করছে।’
‘তিনটে মহিলা পুলিশের আজ সারারাত ডিউটি পড়েছে সোনাগাছিতে, পরশু একটা ছেলে … খুন হয়েছে ওখানে। একটা মেয়ের গলা পাচ্ছি কারুর নাম ধরে রাস্তায় খিস্তি দিচ্ছে। আর আমি ঘরে লুকিয়ে আছি, যেন সিগারেট অবধি কিনতে বেরোতে না হয়।আমি তো কাপুরুষ, ভীতু, ধান্দাবাজ, …দের প্রতিনিধি। আমায় যেন রাতে কোথাও বেরোতে না হয়। কারণ রাত এখন শুধু মেয়েদের। শহরে মধ্যরাত শাসন করে শুধু মেয়েরা।’