AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুটিং সেটে ইন্দ্রাণী দত্তর সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন

বার্থডে গার্লের জন্য স্পেশ্যাল কেকের ব্যবস্থা করা হয়েছিল। একই সঙ্গে ছিল উপহারের আয়োজন। এ সব দেখে কার্যত আপ্লুত ইন্দ্রাণী। অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়, সায়ন কর্মকার, শ্রাবণী ভুনিয়া, দিয়া বসুর পরিকল্পনায় এই আয়োজন হয়েছিল বলে খবর।

শুটিং সেটে ইন্দ্রাণী দত্তর সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন
ইন্দ্রাণী দত্ত।
| Updated on: Apr 08, 2021 | 8:49 AM
Share

বহুদিন পরে টেলিভিশনে কাজ করছেন অভিনেত্রী (Actress) ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta)। সৌজন্যে জনপ্রিয় ধারবাহিক ‘জীবন সাথী’। গত ৬ এপ্রিল ছিল ইন্দ্রাণীর জন্মদিন। শুটিং সেটেই সারপ্রাইজ জন্মদিনের সেলিব্রেশনের আয়োজন করেছিলেন ধারাবাহিকের সতীর্থরা।

জন্মদিনেও ছুটি ছিল না ইন্দ্রাণীর। শুটিং করেই স্পেশ্যাল দিনটা কাটিয়েছেন। কিন্তু শুটিং সেটেই ছোট্ট সেলিব্রেশনের ব্যবস্থা করেন টিমের বাকি সদস্যরা। ইন্দ্রাণীর কাছে গোটাটাই সারপ্রাইজ ছিল। সে কারণেই আরও বেশি করে এনজয় করেছেন তিনি।

বার্থডে গার্লের জন্য স্পেশ্যাল কেকের ব্যবস্থা করা হয়েছিল। একই সঙ্গে ছিল উপহারের আয়োজন। এ সব দেখে কার্যত আপ্লুত ইন্দ্রাণী। অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়, সায়ন কর্মকার, শ্রাবণী ভুনিয়া, দিয়া বসুর পরিকল্পনায় এই আয়োজন হয়েছিল বলে খবর।

‘বেলাশুরু’, ‘পাপ পূণ্য’, ‘সুরের ভুবনে’, ‘সেদিন চৈত্রমাস’-এর মতো বহু ছবি ইন্দ্রাণীর অভিনয়ে সমৃদ্ধ। তবে ‘জীবন সাথী’ ধারাবাহিকে যে চরিত্রে অভিনয় করছেন, এমন চরিত্রে তাঁর কাজ আগে দেখেননি দর্শক। তাঁর চরিত্রের নাম ‘সালঙ্কারা’। সফল ভাবে ব্যবসা চালান। অত্যন্ত কনফিডেন্ট। নিজের ছেলে সঙ্কল্পের বউ হিসেবে ঝিলমকে পছন্দ করেছিলেন তিনি। কিন্তু ঘটনাচক্রে ঝিলমের বোন প্রিয়মের সঙ্গে সঙ্কল্পের বিয়ে হয়। এই ভাবেই এগিয়েছে ধারাবাহিকের চিত্রনাট্য। এখনও পর্যন্ত ইন্দ্রাণীর পারফরম্যান্স বড় পর্দার মতো টেলিভিশনেও দর্শকের মন জয় করে নিয়েছে। তাঁকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অনুরাগীরা।

আরও পড়ুন, করোনা স্বাস্থ্যবিধি পালন হচ্ছে না, ক্ষোভ অনিন্দিতা, শ্রুতির