Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা স্বাস্থ্যবিধি পালন হচ্ছে না, ক্ষোভ অনিন্দিতা, শ্রুতির

জনপ্রিয় ধারাবাহিক ‘ দেশের মাটি’র একাধিক সদস্য করোনা আক্রান্ত। সব রকম সাবধানতা অবলম্বন করেও আক্রান্ত হচ্ছেন শিল্পীরা। সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে। আর এই পরিস্থিতিতে সমাজের এক অংশের মানুষের কোনও সচেতনতা নেই। এমনটাই মনে করেন অনিন্দিতা।

করোনা স্বাস্থ্যবিধি পালন হচ্ছে না, ক্ষোভ অনিন্দিতা, শ্রুতির
অনিন্দিতা (বাঁদিকে) এবং শ্রুতি (ডানদিকে)। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Apr 07, 2021 | 7:02 PM

করোনার দ্বিতীয় ঢেউয়ের সামনে দাঁড়িয়ে গোটা বিশ্ব। অন্তত এমনটাই মনে করছেন চিকিৎসকদের একটা বড় অংশ। সে কারণে প্রতিটি স্তরে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বলিউডে একের পর এক তারকার আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। টলিউডেও লীনা গঙ্গোপাধ্যায়, ভরত কল, অনুশ্রী, শ্রুতি দাসের মতো একের পর এক শিল্পী করোনায় আক্রান্ত হচ্ছেন। আক্রান্তরা সকলেই নিভৃতবাসের রয়েছেন। কিন্তু তাতে থেমে রয়েছে কাজ। অথচ এখনও সমাজের বেশিরভাগ অংশের কোনও সচেতনতা নেই। এমনটাই মনে করছেন অভিনেত্রী (Actress) অনিন্দিতা রায়চৌধুরি (Anindita Ray chaudhury)। একই মত সদ্য করোনা আক্রান্ত শ্রুতি দাসেরও (shruti das)।

জনপ্রিয় ধারাবাহিক ‘ দেশের মাটি’র একাধিক সদস্য করোনা আক্রান্ত। সব রকম সাবধানতা অবলম্বন করেও আক্রান্ত হচ্ছেন শিল্পীরা। সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে। আর এই পরিস্থিতিতে সমাজের এক অংশের মানুষের কোনও সচেতনতা নেই। এমনটাই মনে করেন অনিন্দিতা। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

অনিন্দিতা লিখেছেন, ‘ভোট, ভোটের প্রচার, অবাধ ঘোরাফেরা, যেখানে লোক সমাগম কম হওয়ার কথা সেখানে আরো আরো কত কত লোক আসছে, কোন দলের সভায় বেশি লোক সেসব প্রতিযোগিতা চলছে, … যদিও নাকি এখন covid এর মারাত্মক second wave!! তাই 2nd may এর পর কোনোরকম lockdown বা আমাদের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা কে আবার করে শেষ করে দেওয়া হলে আমরা নিশ্চই রুখে দাঁড়াবো বা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এর প্রতিবাদ করবো বা আরো অন্য কিছু!!! নাকি আবার ডালগোনা কফি বানাবো!! …’

অনিন্দিতার স্পষ্ট অভিযোগের তির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে। একের পর এক সভা করছেন বিভিন্ন নেতারা। কোথাও করোনার স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না বলেই মনে করেন অনিন্দিতা। আগামী ২মে নির্বাচনের ফল ঘোষণার পর ফের লকডাউন কেউই চাইবেন না। ফলে এখন থেকেই সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন তিনি। তাঁর এই মতামত সম্পূর্ণ সমর্থন করেছেন শ্রুতিও। অনিন্দিতার লেখা সৌজন্য স্বীকার করে শেয়ার করেছেন তিনিও।

আরও পড়ুন, রাজনীতিকে কেরিয়ার হিসেবে নিতে চান রিমি সেন, কিন্তু…