প্রতিদিন টিভির পর্দায় তাঁদের ‘চুলোচুলি’ করতে দেখেন দর্শক। তাঁরা শ্রীময়ী (Indrani Haldar) এবং জুন আন্টি (Ushasie Chakraborty)। অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রাণী হালদার এবং ঊষসী চক্রবর্তী। জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’তে তাঁদের এভাবেই দেখেন দর্শক। চিত্রনাট্যের দাবি মেনেই তাঁদের সম্পর্কটা তিক্ত। কিন্তু গতকাল প্রজাতন্ত্র দিবসে ‘চুলোচুলি’ নয়, বরং ‘গলাগলি’ করে কাটালেন দুই অভিনেত্রী। কিন্তু কোথায়?
প্রজাতন্ত্র দিবসের দিন ছুটি থাকায় টিম ‘শ্রীময়ী’ পিকনিকের আয়োজন করেছিল। সেখানে ইন্দ্রাণী, ঊষসী ছাড়াও ভরত কল, টোটা রায়চৌধুরির মতো শিল্পীরা এবং ক্যামেরার পিছনে থাকা সব কলাকুশলীরা হাজির ছিলেন। সেখান থেকেই ফেসবুক লাইভ করেন ঊষসী। মজা করে সেই লাইভে ইন্দ্রাণী বলেন, তাঁরা অন্তত পিকনিকের দিন চুলোচুলি করছেন না। বরং রিল লাইফে যাঁদের চুলোচুলির সম্পর্ক, রিয়েল লাইফে তাঁরা গলাগলি করে পিকনিক করছেন।
খাওয়া দাওয়ার বিপুল আয়োজন তো বটেই, ‘শ্রীময়ী’র কলাকুশলীরা পিকনিকে ক্রিকেট খেলায় মজেছিলেন। বছর ভর কাজের ব্যস্ততার মধ্যে এই শীতকালীন পিকনিকের জন্য অপেক্ষা করে থাকেন শিল্পীরা। ফ্লোর, লাইট, ক্যামেরা, অ্যাকশন, শুটিংয়ের বাইরে অন্য রকম পরিবেশে আড্ডা দেওয়ার সুযোগ মিস করতে চান না কেউই। টিম ‘শ্রীময়ী’ও যে দারুণ মজা করেছে, তা ধরা পড়েছে সোশ্যাল পোস্টে।
আরও পড়ুন, ‘গানজীবন একটাই,… সুতোটা ছিঁড়ে দিলাম’, সোশ্যাল পোস্টে কী ইঙ্গিত দিলেন লোপামুদ্রা?