সিরিয়ালে কী না হয়! ভিঞ্চির সৃষ্টি ‘মোনালিসা’র গলায় পরানো হয় মালা আবার খোলা স্টেজে গান গাওয়ার অভিনয় করতে গিয়ে নায়ক ঘটান অদ্ভুত সব কাণ্ড! এবার সেই সিরিয়ালেরই এক ‘বিটিএস’ মুহূর্ত ভাইরাল হয়েছে। যা দেখে নেটদুনিয়ায় হাসি থামছে না কিছুতেই। আগামী ২১ অগস্ট শেষ হচ্ছে তৃণা সাহা ও কৌশিক রায় অভিনীত ধারাবাহিক ‘খড়কুটো’। ধারাবাহিকে তাঁদের নাম যথাক্রমে গুনগুন ও সৌজন্য। ধারাবাহিকে দেখানো হচ্ছে প্রয়াত হয়েছেন গুনগুন। মা-কাকিমাদের চোখ ভরে উঠেছে জলে, আর ঠিক সেই মুহূর্তেই অভিনব এক ছবি হল ভাইরাল।
ছবিতে দেখা যায় মাথায় ব্যান্ডেজ নিয়েই মৃত্যুশয্যায় ফোন ঘাঁটছেন গুনগুন। এখানেই শেষ নয় পাশে স্বামী সৌজন্য হাসিমুখে পোজও দিচ্ছেন। বোঝাই যাচ্ছে, শটের ফাঁকে তোলা এই ছবি। কিন্তু ডিজিটাল দুনিয়ায় মুঠোফোন বন্দি হলেই জিনিস ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এ ক্ষেত্রেও তার অন্যথা হইনি। ছবি ভাইরাল হতেই একের পর এক মজার মন্তব্যে ভরছে সোশ্যাল মিডিয়া। অনেকে তো আবার ট্যাগ করছেন তাঁদের সিনেপ্রেমী পরিজনকেও। সব মিলিয়ে গোটা ব্যাপারটাই যে নেটিদুনিয়ার হয়ে উঠেছে হাসির খোরাক সে প্রমাণ মিলছে কমেন্ট বক্সেই।
তবে গত ২ বছর ধরে এই সিরিয়াল মানুষের মনের মণিকোঠায় পাকাপাকি জায়গা করে নিয়েছে। যেমন গল্প, তেমন অভিনয়… সবটাই মন ছুঁয়েছে দর্শকের। ধারাবাহিকের চরিত্ররা হয়ে উঠেছে দর্শকের বাড়ির লোক। সে পুটুপিসি হোক, পটা হোক, কিংবা গুনগুন। একসময় টিআরপিতেও এই ধারাবাহিক ছিল প্রথমেই। একদিকে যখন শেষ সময়ে গুনগুনের মৃত্যু নিয়ে মন খারাপ দর্শকের তখন কিছুদিন আগেই টিভিনাইন বাংলার কাছে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন এক অজানা তথ্য। তিনি বলেছিলেন, “সিরিয়াল কীভাবে শেষ হবে, সেটা একজন লেখকই ঠিক করবেন। সেটা তো সে অন্য কারওর কথা মতো করবেন না। আমি জানি গুনগুনের মৃত্যু অনেককে কষ্ট দিয়েছে। মুশকিল হচ্ছে এটাই যে, মানুষের ধৈর্য খুব কম। শেষ এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই নয় কী! সেখানে একটা টুইস্ট আছে… গুনগুন মরেছে কি না, সেটা আমি বলবই না। ২১ তারিখের টুইস্টে আপনারা দেখতে পাবেন সবটা।” তাই আপাতত অপেক্ষা আর একটা দিন। ধারাবাহিকে গুনগুনের সত্যিই মৃত্যু হয়েছে কিনা তা জানা যাবে সেদিনই।