Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রতিযোগীর দুঃখ দেখানো হয়, ‘ইন্ডিয়ান আইডল’-এর সমালোচনায় অভিজিৎ সাওন্ত

‘ইন্ডিয়ান আইডল’ নির্মাতাদের সমালোচনায় মুখর হলেন প্রথন সিজনের চ্যাম্পিয়ন অভিজিৎ।

প্রতিযোগীর দুঃখ দেখানো হয়, ‘ইন্ডিয়ান আইডল’-এর সমালোচনায় অভিজিৎ সাওন্ত
অভিজিৎ সাওন্ত।
Follow Us:
| Updated on: May 21, 2021 | 4:28 PM

অভিজিৎ সাওন্ত (Abhijeet Sawant)। নামটা বা মুখটা নিশ্চয়ই চেনা লাগছে। জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’– (indian idol) এর প্রথম সিজনের বিজেতা। রিয়ালিটি শো জয়ের পরে ইন্ডাস্ট্রিতে অল্প কিছু কাজের সুযোগ পেলেও দীর্ঘমেয়াদে উজ্জ্বল কেরিয়ার তৈরি করতে পারেননি অভিজিৎ। কিন্তু ফের তিনি শিরোনামে। তাঁর জিতে যাওয়া শোয়ের অন্দরের গল্প নিয়েই এ বার মুখ খুললেন অভিজিৎ।

আসলে ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ কিশোর কুমার স্পেশ্যাল এপিসোড টেলিকাস্ট হওয়ার পরই শিরোনামে এই শো। ওই শো-এ উপস্থিত ছিলেন কিশোর পুত্র অমিত কুমার। প্রতিযোগী এবং বিচারকদের পারফরম্যান্স নিয়ে প্রচুর সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। প্রথমে অমিত প্রশংসা করলেও, পরে তিনি জানান, পারিশ্রমিকের বিনিময়ে গান ভাল না লাগলেও তিনি প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এ বার ‘ইন্ডিয়ান আইডল’ নির্মাতাদের সমালোচনায় মুখর হলেন প্রথন সিজনের চ্যাম্পিয়ন অভিজিৎ।

অভিজিতের মনে হয়েছে, প্রতিযোগীদের গান গাওয়ার দক্ষতা বা ক্ষমতা নয়, তাঁদের ব্যাকগ্রাউন্ডের উপর অনেক বেশি জোর দিচ্ছেন নির্মাতারা। পারিশ্রমিকের বিনিময়ে গান ভাল না লাগলেও প্রতিযোগীদের প্রশংসা করার প্রস্তাব নাকি তাঁর কাছেও করেছিলেন নির্মাতারা।

অভিজিত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “এখন নির্মাতারা প্রতিযোগীদের গান গাওয়ার ক্ষমতা নয়, ব্যাকগ্রাউন্ডের উপর অনেক বেশি জোর দেন। অর্থাৎ প্রতিযোগী কতটা দুঃস্থ পরিবারের, সেটা দেখাতে চায়। প্রতিযোগীর দুঃখের কাহিনি দেখাতে পারলে টিআরপিতে সুবিধে হয় বোধহয়। রিজিওনাল রিয়ালিটি শো গুলিতে কিন্তু এই সমস্যা নেই। হিন্দি রিয়ালিটি শোতেই এই সমস্যা দেখছি।”

অভিজিৎ আরও জানান, অনেক বেশি নাটকীয় ভাবে শো-এর উপস্থাপনার দিকে নজর দেন নির্মাতারা। এর জন্য দর্শককেও কিছুটা দায়ি করেছেন তিনি। তাঁর কথায়, “আমার মনে হয় হিন্দি দর্শক অনেক বেশি মশলাদার জিনিস পছন্দ করেন।”

আরও পড়ুন, স্পোর্টস নিয়ে নতুন চিত্রনাট্য, দিতিপ্রিয়াকে নিয়ে ছবি, লকডাউনেও ব্যস্ত পাভেল