স্পোর্টস নিয়ে নতুন চিত্রনাট্য, দিতিপ্রিয়াকে নিয়ে ছবি, লকডাউনেও ব্যস্ত পাভেল

চলতি মাসেই পাভেলের আসন্ন ছবি ‘মন খারাপ’ এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে সে ছবির শুটিং পিছিয়ে গিয়েছে। ইতিমধ্যেই পরের ছবির পরিকল্পনাও করে ফেলেছেন পরিচালক। আর সেখানে রয়েছে বড় চমক।

স্পোর্টস নিয়ে নতুন চিত্রনাট্য, দিতিপ্রিয়াকে নিয়ে ছবি, লকডাউনেও ব্যস্ত পাভেল
পরিচালক এবং অভিনেত্রী।
Follow Us:
| Updated on: May 21, 2021 | 4:45 PM

লকডাউন চলছে। প্রায় সব অফিস বন্ধ। অথবা ওয়ার্ক ফ্রম হোম। কিন্তু তিনি প্রতিদিন অফিস যাচ্ছেন। পায়ে হেঁটেই। একদিনও ছুটি নেই। নিয়ম করে প্রতিদিন অফিসে গিয়ে লিখছেনও। তিনি অর্থাৎ পরিচালক পাভেল (Pavel)।

চলতি মাসেই পাভেলের আসন্ন ছবি ‘মন খারাপ’ এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে সে ছবির শুটিং পিছিয়ে গিয়েছে। ইতিমধ্যেই পরের ছবির পরিকল্পনাও করে ফেলেছেন পরিচালক। আর সেখানে রয়েছে বড় চমক।

পাভেল বললেন, “মন খারাপ-এর শুটিং শেষ হলে দিতিপ্রিয়ার (রায়) (Ditipriya Roy) সঙ্গে একটা ছবি করব। ওর সঙ্গে আমার রোজই কথা হচ্ছে। আর একটা নতুন লেখা শুরু করেছি। স্পোর্টস নিয়ে লেখা। বাড়ি থেকে হেঁটেই পৌঁছে যাচ্ছি অফিস। বাড়ির কাছেই। আমার অফিস রোজ খোলা। রোজ কাজ করি। একদিনও ছুটি নেই। আমি একাই আসছি এখন। আমার অ্যাসিসটেন্টরা আগে থাকত। লকডাউনের আগে তাদের দেশের বাড়ি পাঠিয়ে দিয়েছি। সবার ছুটি। নিজেই সব কাজ করছি।”

নতুন ছবির প্রসঙ্গে দিতিপ্রিয়া বললেন, “পাভেলদার সঙ্গে একটা ছবি করছি আমি। কনট্র্যাক্টও সাইন হয়ে গিয়েছে। দারুণ লেগেছে স্ক্রিপ্টটা। আপাতত এটুকু। বাকিটা কয়েকদিন পরে জানাব।”

শুধু তাই নয়। করোনা আক্রান্ত বন্ধু, পরিচিতদের পাশে যথাসাধ্য থাকার চেষ্টা করছেন পাভেল। নিজেই জানালেন, কারও খাবার, কারও অক্সিজেন, কারও বা অক্সিমিটার প্রয়োজন। নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে দিচ্ছেন নির্দিষ্ট ঠিকানায়। পাশাপাশি রেড ভলান্টিয়ার্সদের কাজেও তাঁর মুগ্ধতার কথা জানালেন।

পাভেল পরিচালিত ‘মন খারাপ’-এ অঙ্কুশ, ঋদ্ধি সেন, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, অবন্তিকা, প্রিয়াঙ্কা রতি পালের মতো শিল্পীরা অভিনয় করছেন। পরিচালক জানালেন, লকডাউন ওঠার ১৫-২০ দিনের মধ্যেই শুটিং শুরু করবেন।

আরও পড়ুন, লকডাউনের পর ফের টেলিভিশনে ফিরছেন ঊষসী রায়?