Abhisekh-Surabhi: ‘আমাদের বিচ্ছেদ চাইছে, অভিশাপ দিচ্ছে’, বিস্ফোরক অভিষেক, কার দিকে ইঙ্গিত?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 21, 2022 | 4:19 PM

সামাজিক মাধ্যমে একটি বড় পোস্ট করেছেন অভিষেক। সেখানেই একের পর এক অভিযোগ প্রকাশ্যে এনেছেন।

Abhisekh-Surabhi: আমাদের বিচ্ছেদ চাইছে, অভিশাপ দিচ্ছে, বিস্ফোরক অভিষেক, কার দিকে ইঙ্গিত?
বিস্ফোরক অভিযোগ অভিষেকের, কার দিকে ইঙ্গিত?

Follow Us

 

২০২১ কেও স্বাগত জানিয়েছিলেন দিয়া মুখোপাধ্যায়ের হাত ধরে, কিন্তু গত এক বছরে জল গড়িয়েছে বহুদূর। দিয়ার সঙ্গে তিক্ত হয়েছে সম্পর্ক, হয়েছে ব্রেকআপ, জীবনে এসেছে নতুন মানুষ। কথা হচ্ছে, অভিনেতা অভিষেক বসুর। পর্দায় এই মুহূর্তে যিনি গঙ্গারাম। অভিষেকের মনের নতুন মানুষ সুরভী মল্লিক, যিনি নিজেও ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এবার তাঁদের সম্পর্ক নিয়েই বিস্ফোরক মন্তব্য অভিষেকের।

সামাজিক মাধ্যমে একটি বড় পোস্ট করেছেন অভিষেক। সেখানেই একের পর এক অভিযোগ প্রকাশ্যে এনেছেন। সুরভীকে ট্যাগ করে তিনি লিখেছেন, “কিছু মানুষ আছে যারা তোর আর আমার খারাপ চায়। তারা চায় যে আমরা যেন আলাদা হয়ে যাই। তারা চায় আমরা যেন অসুখী থাকি, তোর আর আমার ছবিতে অভিশাপ দিয়ে নিজেদের ভগবান মনে করে। তারা সবাই একদিন বুঝবে যে অন্যের খারাপ চাইলে নিজের ভাল হয় না।”

এখানেই থামেননি অভিষেক। পোস্টে তিনি আরও লিখছেন যারা তাঁর ও তাঁর প্রেমিকার খারাপ চায়, তাদের ভগবান দেখে নেবেন। একই সঙ্গে সুরভীর প্রেমে সিক্ত হয়ে অভিষেক লিখছেন, “আমার শিবজি আর তোর গণেশজি জানেন, জীবনে অনেক ভুল পেরিয়ে যাকে খুঁজছিলাম তাঁকে পেয়েছি। এই বিশ্ব আমাদের এক করেছে।” যারা সামাজিক মাধ্যমে তাঁদেরকে বিব্রত করছেন তাঁদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক। প্রশ্ন হল, অভিষেকের পোস্ট এই ‘কিছু মানুষ’ আদপে কে বা কারা? নেটিজেন নাকি প্রাক্তন প্রেমিকা দিয়া? অভিষেক যদিও এই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি। তবে কাছের মানুষের উপর যে এতটুকু আঁচ তিনি ফেলতে দিতে দেবেন না নরমে-গরমে তা ঠিক ঠাওরে দিয়েছেন তিনি।

হঠাৎ করেই দিয়া ও অভিষেকের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছিল। কেন যে তাঁদের ব্রেক আপ হয়েছিল তা আজও ধোঁয়াশা। তবে প্রেমের ইতি ঘটতেই সুরভীর সঙ্গে ঘটা করে পোস্ট করেছিলেন অভিষেক। সেই ট্রেন্ড আজও চলছে। লুকনো প্রেম নয় বরং সবার সামনে হাতে হাত, আলিঙ্গনেই অভিষেকের প্রেম প্রকাশ, কিন্তু এই অভিযোগ! এর নিষ্পত্তি কোথায়?

Next Article