Ghorer Bioscope Award 2023: ‘কেউ দেখতে আসত না ছবি’, ঘরের বায়োস্কোপে এসে আবেগঘন আদৃত
Adrit Roy: সিদ্ধার্থ মোদক রাতারাতি তাঁকে স্টার বানিয়েছে। 'মিঠাই' ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়ে আপ্লুত আদৃত। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস-এর সন্ধ্যায় সকলের সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও।
আদৃত রায়। ছোটপর্দা নয়, বরং বড়পর্দা থেকেই শুরু হয়েছিল তাঁর অভিনয়ের সফর। তিনি প্রতিটা পদে পদে চেষ্টা করেছেন নিজেকে প্রমাণ করতে। তবে বড়পর্দায় প্রাথমিকভাবে তিনি পসার জমাতে পারেননি। তবে সিদ্ধার্থ মোদক রাতারাতি তাঁকে স্টার বানিয়েছে। মিঠাই ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়ে আপ্লুত আদৃত। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস-এর সন্ধ্যায় সকলের সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও। পান দুটো পুরস্কার। সেরা অভিনেতা (মিঠাই ধারাবাহিক), সেরা ধারাবাহিক মিঠাই-এর পুরস্কার নিতে তিনি মঞ্চে উঠেছিলেন। পুরস্কার হাতে পেতেই স্মৃতির পাতায় ফিরলেন আদৃত।
TV9 বাংলাকে বললেন, ‘লোকের ভালবাসা এত পেয়েছি আড়াই বছরে, জি বাংলা পুরো জীবন পাল্টে দিয়েছে। আমি আগে ৫-৬টা সিনেমা করেছি। কিন্তু কোনও ছবি সেভাবে কাজ করেনি। কেউ আসেনি জানতো দেখতে। একদিন সকালে আমার এক বন্ধুর কাছ থেকে ফোন আসে। তিনি বলেন আদৃত, ‘দর্শক তোমার ছবি দেখতে প্রেক্ষাগৃহে আসছে না। কেন না তুমি এই হাউসে এসে জয়েন কর।’ তখন ভাবলাম, ঠিক আছে, এটা দারুণ আইডিয়া। এরপর টিভিতে কাজ করা শুরু হল। তারপর যে ভালবাসা, যে গ্রহণযোগ্যতা আমি পেলাম সিদ্ধার্থ মোদকের চরিত্রের জন্য…। আমি রাখিদিকে ধন্যবাদ জানাতে চাইব অন্তর থেকে। রাজেন দা, শিল্পীদি, কৃশানু দা, এটা দারুণ প্রচেষ্টা। কারণ দিনের শেষে আমরা অভিনেতা। পর্দাটা কোনও বিষয় নয়, এটা টিভি হোক, ওটিটি হোক কিংবা সিনেমা হোক। আমার কাছে সব সমান। আমি অভিনেতা। আমি যদি কিছু ভাল কাজ পাই, আমি করব।’