Anindya Chatterjee: মাদকের নেশায় শরীরের কোনও শিরাই অবশিষ্ট ছিল না, বন্ধুদের মরতেও দেখেছি: অনিন্দ্য

Drugs Abuse: অনিন্দ্য এখন নেশামুক্ত। জীবনকে নতুনভাবে দেখতে শিখেছেন, চিনতে শিখেছেন।

Anindya Chatterjee: মাদকের নেশায় শরীরের কোনও শিরাই অবশিষ্ট ছিল না, বন্ধুদের মরতেও দেখেছি: অনিন্দ্য
অনিন্দ্য চট্টোপাধ্যায়।

| Edited By: Sneha Sengupta

Aug 30, 2022 | 8:15 AM

১৫ বছর পেরিয়ে গিয়েছে মাদকের ভয়ানক নেশা থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে বরাবরই খুবই ভোকাল অনিন্দ্য। মাদকাসক্তি নিয়ে স্বীকারোক্তিতে কোনওদিনই কুণ্ঠাবোধ করেননি তিনি। তার কারণ, অনিন্দ্য মনেপ্রাণে মানুষকে সতর্ক করতে চান। তাঁর পথে যাতে কেউই আর না হাঁটেন, সেই জন্যই ভোকাল হয়েছেন অনিন্দ্য। যে কারণে, ফেসবুকে মাদকাসক্তির সময়কার একটি ছবি ও তাঁর এখনকার একটি ছবি পোস্ট করে অনিন্দ্য লিখেছেন, “এই ছবিটা পেলাম। সম্ভবত, ২০০৪ কিংবা ২০০৫-এর। আমি সে সময় মাদক সেবন করতাম। আমার শরীরে কোনও শিরাই আর অবশিষ্ট ছিল না। আমি বন্ধুদের চোখের সামনে মরেও যেতে দেখেছি। এখন আমি পরিষ্কার ও শান্ত। মাদকের নেশা থেকে মুক্ত আমি। এখনও ভাবতে বিস্ময়কর লাগে, কীভাবে এই নরক থেকে বেরিয়ে এসেছিলাম সেই সময়। সত্যিই চমৎকার ঘটে। আর আমি চমৎকারে বিশ্বাস করি।”

অনিন্দ্যর কাহিনি কম-বেশি সকলেই জানেন। মাদকে আসক্তি থেকে জীবন তছনছ হয়ে যাওয়া ও ফের সুস্থ জীবনে ফিরে আসার এক কঠিন লড়াই ছিল অভিনেতার। রিহ্যাবে গিয়েছিলেন। এখন তিনি নেশামুক্ত। জীবনকে নতুনভাবে দেখতে শিখেছেন, চিনতে শিখেছেন।

এই মুহূর্তে চুটিয়ে অভিনয় করছেন অনিন্দ্য। টিআরপিতে প্রায়ই শীর্ষে থাকা ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খল নায়কের চরিত্রে অভিনয় করেন অনিন্দ্য। বাংলা সিরিয়ালের পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করছেন অনিন্দ্য। তিনি কাজ করেছেন ‘বেলাশুরু’, ‘বেলাশেষে’, ‘দ্য পার্সেল’, ‘কড়াপাক’, ‘অন্দরকাহিনি’র মতো ছবিতে।

মাদক মুক্ত হয়ে নিয়মিত এক্সারসাইজ় করেন অনিন্দ্য। সেই সব ভিডিয়োও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।