Ankita Lokhande: ‘দ্বিতীয় বিয়ে’র দিন কয়েক পরেই স্বজন-হারা অঙ্কিতা, ‘হাসছেন নায়িকার মা’!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 13, 2023 | 3:28 PM

Ankita Lokhande: কিছু দিন যেতে না যেতেই সংসারে দুঃখের ছায়া। হারালেন কাছের মানুষকে। প্রয়াত হলেন তাঁর বাবা শশীকান্ত লোখন্ডে।

Ankita Lokhande: দ্বিতীয় বিয়ের দিন কয়েক পরেই স্বজন-হারা অঙ্কিতা, হাসছেন নায়িকার মা!
বাবার শেষকৃত্যে অঙ্কিতা

Follow Us

দিন কয়েক আগেই ‘দ্বিতীয় বিয়ে’ করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। স্বামী ভিকি জৈনের সঙ্গে খ্রিষ্ট মতে বিয়ে করেন বিদেশে। খুশি ছিলেন, শেয়ার করেছিলেন ছবি ও ভিডিয়ো। কিন্তু কিছু দিন যেতে না যেতেই সংসারে দুঃখের ছায়া। হারালেন কাছের মানুষকে। প্রয়াত হলেন তাঁর বাবা শশীকান্ত লোখন্ডে। শনিবার মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৬৮ বছর। রবিবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বাবার শেষযাত্রায় কাঁধ দিতে দেখা দিতে দেখা গিয়েছে অঙ্কিতা। পাশে ছিলেন স্বামী ভিকি জৈনও।

হাজির ছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীরা। এঁদের মধ্যে রয়েছেন, আরতি সিং থেকে শুরু করে শ্রদ্ধা আরিয়া, ওমকার কাপুর, রাজেশ খট্টর, কুশল টন্ডনসহ অনেকেই। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবার শেষকৃত্যের যে কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে চরম কটাক্ষের মুখে পড়েছেন নায়িকার মা। নেটিজেনদের একটা বড় অংশের দাবি, ভিডিয়োগুলিতে তাঁর মা’কে হাসতে দেখা গিয়েছে। একদিন আগেই যে হয়েছেন স্বামী-হারা, তাঁর মুখে হাসি কেন? — প্রশ্ন তুলতে দিয়েছে অনেককেই। যদিও ট্রোলিংয়ের মাঝেই অঙ্কিতা পাশে পেয়েছেন তাঁর বন্ধুদের। এ সময় নায়িকাকে আগলে রাখতেই প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা।

বাবার সঙ্গে দারুণ সম্পর্ক ছিল অঙ্কিতার। তাঁর সমস্ত সিদ্ধান্তে পাশে ছিলেন বাবা। মাস কয়েক আগে পিতৃদিবস উপলক্ষে বাবাকে নিয়ে একটি পোস্টও করতে দেখা যায় তাঁকে। অঙ্কিতা লেখেন, “বাবাদিবসের অনেক শুভেচ্ছা আমার হিরো, আমার বাবা। তুমি যে আমার কাছে ঠিক কী, তা হয়তো কোনওদিন আমি ভাষায় প্রকাশ করতে পারব না। ওড়বার জন্য সব সময় আমার পাখার জোগান দিয়েছ তুমি। আমি যা হতে চেয়েছি, তাই হতে দিয়েছ আমায়। আজ আমি যা তা তোমার দেওয়া শক্তির জন্যই।” সেই বাবাই আর নেই। দ্রুত শোক কাটিয়ে উঠুন অঙ্কিতা, এমনটাই চান তাঁর প্রিয়জনেরা

Next Article
Urfi Javed: ‘আমার সংস্কার-সংস্কৃতির জ্ঞান অন্যের চেয়ে অনেক বেশি’: অকপট উরফি
Rubel-Sweta: এই অবস্থায় রুবেল ও শ্বেতার নাচ দেখে অবাক নেটপাড়া