AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali TRP: অনেকদিন পর কেল্লাফতে রিয়্যালিটি শোয়ে, ৭.৬ স্কোর দেখে উচ্ছ্বসিত অঙ্কুশ

Ankush Hazra-Dance Bangla Dance: টিআরপি লিস্টে ৭.৬ নম্বর স্কোর করেছে 'ডান্স বাংলা ডান্স'। তাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন শোয়ের সঞ্চালক অঙ্কুশ হাজরা। তিনি টুইট করেছেন।

Bengali TRP: অনেকদিন পর কেল্লাফতে রিয়্যালিটি শোয়ে, ৭.৬ স্কোর দেখে উচ্ছ্বসিত অঙ্কুশ
ডান্স বাংলা ডান্স।
| Edited By: | Updated on: Feb 23, 2023 | 6:06 PM
Share

ইদানিং টিআরপি তালিকায় সে রকম উল্লেখযোগ্য ফল করতে পারছিল না রিয়্যালিটি শোগুলি। কিন্তু বৃহস্পতিবারের (২৩.০২.২০২৩) টিআরপি তালিকায় নজর কেড়েছে জ়ি বাংলার রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। যে ‘ডান্স বাংলা ডান্স’-এর সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস। এমনকী, মহাগুরু মিঠুন চক্রবর্তীও। তিনি আবার ফিরেছেন ‘ডান্স বাংলা ডান্স’-এ এবং তারপর থেকেই রমরমা রিয়্যালিটি শো। টিআরপি লিস্টে ৭.৬ নম্বর স্কোর করেছে ‘ডান্স বাংলা ডান্স’। তাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন শোয়ের সঞ্চালক অঙ্কুশ হাজরা। তিনি টুইট করেছেন।

অঙ্কুশের টুইট: “মাঠের বাইরে বল পাঠিয়েছে ‘ডান্স বাংলা ডান্স’। টিআরপি ৭.৬। গোটা টিমের জন্য আমি দারুণ গর্বিত। তোমাদের ভালবাসি আমি। দর্শককে জানাই ধন্যবাদ এবং ভালবাসা।”

কিছুদিন আগেই ‘ডান্স বাংলা ডান্স’ নিয়ে ফেসবুকে অনেককিছু লিখেছিলেন শোয়ের একদা খুদে সঞ্চালক অরিত্র দত্ত বণিক। সেটিই ছিল তাঁর কেরিয়ারের প্রথম সঞ্চালনা। বাঘা-বাঘা সঞ্চালক থাকতে তাঁকে দিয়ে সঞ্চালনা করাতে নিম-রাজি ছিল চ্যানেল। কিন্তু পরিচালকদের বিশ্বাস ছিল তিনি পারবেন। সেই শো থেকেই উঠে এসেছিল তাথৈ, সুরঙ্গনাদের মতো খুদে তারকারাও।

যাই হোক, এই শোয়ের হাত ধরে ফের বাংলার রিয়্যালিটি শো লাইমলাইটে উঠে আসছে। দর্শক ফের টিআরপি বাড়িয়ে দিচ্ছেন রিয়্যালিটি শোয়ের।