Gourab Roy Choudhury: পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটল ছোট পর্দার নায়ক গৌরবের
Gourab Roy Choudhury: টাইটেল কার্ডে পরিচালক হিসেবে নিজের নাম দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। কেবল তাই নয়, সেই ছবিতে অভিনয়ও করেছেন অভিনেতা।
অবশেষে নিজের স্বপ্নপূরণ করলেন ছোটপর্দার অভিনেতা গৌরব রায়চৌধুরী। বেশ কিছুদিন আগেই তাঁর সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ময়দানে নেমে পড়েছিলেন অভিনেতা। গৌরবের সেই স্বপ্ন ছিল পরিচালনার। বরাবরই তাঁকে উদ্বুদ্ধ করত ক্যামেরার পিছনের কাজ। তিনি খুলে ফেলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা। নাম ‘ওয়াইজ় ডাক’। এবং সেই প্রযোজনা সংস্থার প্রথম কাজ হিসেবে একটি বিজ্ঞাপন পরিচালনা করলেন গৌরব। টাইটেল কার্ডে পরিচালক হিসেবে নিজের নাম দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। কেবল তাই নয়, সেই বিজ্ঞাপনী ছবিতে অভিনয়ও করেছেন অভিনেতা।
‘ত্রিনয়নী’, ‘ওগো নিরুপমা’, ‘পিলু’ ধারাবাহিকে আগেই কাজ করেছেন গৌরব। বর্তমানে ‘রাঙা বউ’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের নায়িকা, অর্থাৎ অভিনেত্রী শ্রুতি দাসের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকেও প্রধান চরিত্রে ছিলেন। তারপর একে-একে বেশ কিছু ধারাবাহিকে লাগাতারভাবে কাজ করে গিয়েছেন এই অভিনেতা। যতদিন এগিয়েছে নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় থেকেছেন তিনি।
বিশ্বকর্মা পূজোর আগেই ক্যামেরার নেপথ্যে কাজ করার প্রথম ঝলক সকলের সামনে তুলে ধরলেন গৌরব। নিঃসন্দেহে তাঁর কাছে এটা বড় পাওয়া। ভবিষ্যতেও তিনি তৈরি করবেন এই রকম কিছু বিজ্ঞাপনের ছবি। অনেক আগে গৌরব জানিয়েছিলেন, ফিচার ছবি তৈরি করতে চান। তখন থেকেই পড়াশোনা শুরু করে দিয়েছিলেন। একজন ভালো পরিচালক হতে যে-যে গুণ প্রয়োজন, সবকিছুই তিনি শিখে নিতে চেয়েছিলেন তিনি। বেশকিছু প্রযোজনায় সম্পাদনার কাজও করেছেন। TV9 বাংলাকে জানিয়েছেন, যে-যো ধারাবাহিকগুলিতে তিনি কাজ করতেন, তাঁর সম্পাদনাও করতেন একইসঙ্গে।
TV9 বাংলাকে গৌরব বলেছেন, “বিশ্বকর্মা পুজোর আগেই আমার এই বিজ্ঞাপনী ছবি প্রকাশ্যে এসেছে। এটা দারুণ ব্যাপার। আরও দারুণ ব্যাপার, এই কাজটা করেছে আমার ছোট্ট টিম এবং আমার ল্যাপটপ। প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইছিল না। কিন্তু সবটাই সম্ভব হয়েছে। ফিচার ছবি বানানোর ইচ্ছে রয়েছে বহুদিনের। ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছি। আশা করছি সফল হব।”