মাত্র ৬ বছর বয়সে সত্যজিৎ রায়ের নজরে পরেছিলেন অভিনেতা কুশল চক্রবর্তী। তারপরই কেরিয়ারে এল মোড় ঘোরানো ছবি। ফেলুদা-গল্প নির্ভর ‘সোনার কেল্লা’-এ অভিনয় করলেন কুশল। আর তারপরই ছোট্ট মুকুল হয়ে উঠল সক্কলের নয়নের মণি। মাঝে ছিল বেশ কয়েক বছরের বিরতি। লেখাপড়া শেষ করলেন। এবং ফের অভিনয়কেই আলিঙ্গন করলেন কুশল। বহু ছবি এবং সিরিয়ালের মুখ তিনি। সম্প্রতি ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালে অভিনয় করছেন। ২৮ সেপ্টেম্বর ছিল কুশলের বিবাহবার্ষিকী। বিয়ের সময়কার কিছু ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে পোস্ট করেছেন একটি ক্যাপশন। স্ত্রীর সম্পর্কে ভালবাসার কথা লেখা আছে তাতে।
প্রকাশ্য পোস্টে স্ত্রী সম্পর্কে এমন কিছু কথা লিখেছেন কুশল, যা পড়লে মন ভরে যেতে পারে। কুশল তাঁর সেই পোস্টে লিখেছেন, “এই অসাধারণ প্রতিভাবান মেয়েটির সঙ্গে ৯টা বছর কাটিয়ে দিলাম। এই মেয়েটিকে জীবন আমাকে উপহার দিয়েছে। জীবন শেষ হয়ে যেত এক দুর্ঘটনায়। এই মেয়েটি আমাকে বাঁচিয়েছে। কেবল তাই নয়, ওর থেকে বিচ্ছুরিত পবিত্র আলো আমার জীবনময় ছড়িয়ে আছে। আমার বাকি জীবনও ওঁর সঙ্গেই কাটবে। ও আমার জীবনে পাওয়া সেরা উপহার।”
২০১৪ সালে সইসাবুদ করে অভিনেত্রী সঞ্চারী মুখোপাধ্য়ায়কে বিয়ে করেন কুশল। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। সে যেন অবিকল মুকুলই।