Tollywood Gossip: সিরিয়ালের দজ্জাল শাশুড়ি বিকিনিতে! নন্দিনীর ছবিতে মিশ্র প্রতিক্রিয়া

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 30, 2023 | 8:37 PM

Tollywood Gossip: এই মুহূর্তে 'জল থই থই ভালবাসা' ধারাবাহিকে এক দুঁদে-দজ্জাল শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ধারাবাহিকের পরিচিত মুখ নন্দিনী চট্টোপাধ্যায়। বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। বেশিরভাগ ধারাবাহিকেই তাঁকে দেখা গিয়েছে নেগেটিভ চরিত্রে। এ হেন নন্দিনীর সাম্প্রতিক ছবিগুলি দেখে ভক্তমনে শিহরণ।

Tollywood Gossip: সিরিয়ালের দজ্জাল শাশুড়ি বিকিনিতে! নন্দিনীর ছবিতে মিশ্র প্রতিক্রিয়া
বিকিনিতে নন্দিনী।

Follow Us

 

এই মুহূর্তে ‘জল থই থই ভালবাসা’ ধারাবাহিকে এক দুঁদে-দজ্জাল শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ধারাবাহিকের পরিচিত মুখ নন্দিনী চট্টোপাধ্যায়। বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। বেশিরভাগ ধারাবাহিকেই তাঁকে দেখা গিয়েছে নেগেটিভ চরিত্রে। এ হেন নন্দিনীর সাম্প্রতিক ছবিগুলি দেখে ভক্তমনে শিহরণ। হবে নাই বা কেন? বয়সের চোখরাঙানিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নন্দিনী শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। ছবিগুলি আবার বিকিনিতে। এই পুজোতে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই শেয়ার করেছেন একের পর এক ছবি। এই বয়সেও তাঁর শরীরে গঠন, ফিট রাখার ফাণ্ডা দেখে অবাক ভক্তরা। তারিফ করেছেন একটা বড় অংশ। যদিও নিন্দিতও হয়েছেন তিনি। বয়স নিয়ে খোঁটাও যে আসেনি এমনটা কিন্তু নয়। এসেছে যৌনইঙ্গিত পূর্ণ কুরুচিকর নানা মন্তব্যও। যদিও সে সবকে থোড়াই কেয়ার তাঁর।

এর আগেও বিকিনিতে ছবি শেয়ার করেছিলেন তিনি। বাংলা ধারাবাহিকের শাশুড়িকে বিকিনিতে দেখে সেবারেও হায় হায় করে উঠেছিলেন অনেকেই। যদিও তাঁর ‘ডোন্ট কেয়ার’। বোল্ড লুকে নাচ, নিজের ইচ্ছে মতো পোশাক পরতে কখনওই ইতস্তত করতে দেখা যায় না তাঁকে। নন্দিনী বাঁচেন নিজের শর্তে। এই বয়সেও এত ফিট কীভাবে? এর উত্তর আগেই টিভিনাইন বাংলাকে এক সাক্ষাৎকারে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, “আমি যেমন প্রতিদিন যোগা, মেডিটেশন করি। শুটিং করে এসে একটা ক্লিনজিং প্রসেসের মধ্যে দিয়ে যাই। পুজোর ঘরে ধ্যানে বসি।” আর তার ফলও মিলছে হাতেনাতে। শুধু মনের বয়সই নয় শরীরের বয়সও এখন আটকে ৩০-এর কোঠায়।

 

Next Article
Sudipa-Agnidev: ‘জ্ঞান ফেরেনি কিন্তু…’, বাইপাস সার্জারির পর কেমন আছেন অগ্নিদেব?
Aparajita Adhyay: ভাইরাল জ্বর থেকে উঠেই টানা ৮ ঘণ্টা জলে শুটিং; একবারের জন্যেও কেন ডাঙায় উঠেননি অপরাজিতা?